ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

মেসিকে ম্যারাডোনা ভাবা ছিল ভুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৫, ৩ জুলাই ২০১৮

কে সেরা? মেসি না ম্যারাডোনা। অনেকেই বলেন মেসি সেরা। আবার কেউ বলেন ম্যারাডোনা। তবে আর্জেন্টাইনরা এতদিন ধরে মেসি ম্যারাডোনাকে এক কাতারে বসালেও রাশিয়া বিশ্বকাপের পর মেসিকে আর মানতে নারাজ দেশটির সমর্থকরা। এতকাল তারা মেসিকে ম্যারাডোনার মতোই একজন ভেবে ভেবে আজকের সর্বনাশটা ডেকে এনেছেন বলেও মনে করেন অনেকে।

উপরের এই মূল্যায়ন ছাপা হয়েছে মেসিকে নিয়ে লেখা চলতি সংখ্যা ওলে’র প্রচ্ছদ প্রতিবেদনে। ওলে আর্জেন্টিনার শীর্ষ ক্রীড়া ম্যাগাজিন। বিখ্যাত ফুটবল লিখিয়ে লিও ফেরিনেল্লা আর্জেন্টিনার বিশ্বকাপ বিপর্যয়ের জন্য মুখ্য কারণ ও তা কাটিয়ে উঠতে ছয়টি বিষয় চিহ্নিত করেছেন, তা তার জবানিতেই নিচে দেয়া হলো:
১. মেসির বয়স বর্তমানে ৩১, সেটা বিবেচনায় নিতে হবে। কিছুকাল আগেই তিনি শিশু ছিলেন না, কিন্তু এটা ভাবতে আমরা অভ্যস্ত ছিলাম যে, এই শিশুটিই যদি আমাদের বাঁচিয়ে দেয়, যদি সে ভালো খেলে, যদি আমাদের প্রদীপ্ত করে তোলে। আমরা মাসচেরানোকে বেড়ে উঠতে এবং বেঞ্জামিনকে যুবা হতে দেখেছি। কিন্তু মেসিকে নয়। গত বছরগুলোতে আমরা মেসিকে ঘিরে স্বপ্ন দেখেছি। মেসি দল গড়ে দেবে। আমরা মেসিকে সমর্থন করেছি। কিন্তু এসব বছরগুলোতে আমরা ভ্রান্ত ছিলাম। একটি দল সুসজ্জিত হতেই পারে না, যদি না তার নেতার পরিষ্কার রূপকল্প না থাকে। একটি খেলার প্রাণ হলো স্ট্রাকচার। যারা স্ট্রাকচারাল খেলোয়াড় তারাই টিমের সম্পদ। কোনো বিশেষ পরিস্থিতির উদ্ভব ঘটলেই সেই স্ট্রাকচার বদলে যাবে না। উরুগুয়ের সঙ্গে খেলায় সেটাই পরিষ্কার হয়ে গেল।

২. আজ আর্জেন্টিনাকে নতুন করে আবিষ্কার করতে হবে। ছাইভস্ম থেকে নতুন করে নির্মাণ করতে হবে। সেজন্য নতুন কোচ লাগবে। আর নতুন কোচকে প্রথমেই ঠিক করতে হবে মেসির কি ভূমিকা হবে। এমন একটি স্ট্রাকচার গড়তে হবে, যেখানে মেসি হবেন অন্যতম সদস্য মাত্র, অবশ্য যদি তিনি সেটা চান। এটা কি কেউ মাথা কিনেছে যে মেসিকেই ক্যাপ্টেন করতে হবে। তাতে যদি খামোখা ওজন বেড়ে যায়, তাহলে সেটা আমরা করবো কেন?

৩. আগামী বিশ্বকাপে মেসির বয়স হবে ৩৫ বছর। মেসি নিজেকে আবিষ্কার করতে পারেন, যদি তার সেই স্ট্যামিনা থাকে তাহলে তিনি সেটা করবেন। সেই সময়টা এগিয়ে আনতে হবে যাতে আমরা তার সঙ্গে বসেই বিষয়গুলো চুকিয়ে নিতে পারি। আমরা মেসিকে প্রধান চরিত্র গণ্য করে ধারাবাহিকভাবে পরিকল্পনা করতে পারি না। কাতারে তিনি আমাদের সঙ্গে থাকবেন কিনা, থাকলে কি ধরণের শর্তাবলী ও বোঝাপড়ার ভিত্তিতে তা পরিষ্কার করে নিতে হবে।

৪. আজ আবার সেই কৌশল নেয়ার সময় এসেছে। নেতা পরিবর্তন করতে হবে। ব্যতিক্রম ছাড়া সাধারণভাবে ২৩ বছরের নিচে এবং ২৬ বছরের বেশি নয়, এমন তরুণদের দিয়ে দল সাজাতে হবে। সারা বিশ্ব যাতে আমাদের ফুটবল ট্যালেন্টের দিকে তাকিয়ে থাকে। কিন্তু আমরা তাদের আশা পূরণ করতে পারছি না। ১৭ বছর বয়সে বিশ্বকাপে অংশ নিয়ে পেলে আমাদের জন্য ট্রফি এনেছিলেন।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি