ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মেসিকে সমালোচনায় কান দিতে বারণ মায়ের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৪, ২১ জুন ২০১৮ | আপডেট: ১৫:১৫, ২১ জুন ২০১৮

Ekushey Television Ltd.

আইসল্যান্ডের বিপক্ষে গত ম্যাচে পেনাল্টি মিস করায় মেসির সমালোচনা এখন মুখে মুখে। তার পেনাল্টি সামর্থ্য নিয়েই প্রশ্ন উঠেছে। অনেকেই বলেছেন মেসি বার্সায় পারফর্মের জন্য মুখিয়ে থাকেন, তার জন্ম আর্জেন্টিনার জন্য নয়। এমন দু:সময়ে সন্তানের পাশে মেসির মা সেলিয়া। সমালোচনায় কান দিতে বারণ করেছেন ছেলেকে।
সেলিয়া আর্জেন্টিনার রোসারিয়োতে বসে চোখের জল ফেলতে ফেলতে বলেছেন, ‘যাঁরা বলছেন, আমার লিয়ো দেশের চেয়ে ক্লাবকে বেশি ভালবাসে, তাঁরা ভুল করছেন। দেশের ব্যর্থতায় ওকে যেভাবে হতাশ হয়ে ভেঙে পড়তে দেখেছি, তা যদি তাঁরা দেখতেন, তা হলে এ কথা বলতে পারতেন না। তাই কাউকে এমন কথা বলতে শুনলে খুব খারাপ লাগে।’
আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া যে মেসির সব চেয়ে বড় স্বপ্ন, তাও জানিয়ে দিয়ে গর্বিত মা বলেন, ‘বিশ্বকাপ জয়ের ব্যাপারে ও খুবই আশাবাদী। ওকে আমি বার বার বলেছি, ‘তোমার যা ভাল লাগে, তাই করবে। মাঠে নেমে খেলাটা উপভোগ করবে, যেমন ছোটবেলায় করতে।’
পরিবারের সবাই যে ওর পাশে আছে, তাও জানিয়ে দিয়েছি। মেসির সঙ্গে কথা বলে মনে হয়েছে, একেবারেই চাপে নেই-যোগ করেন সেলিয়া।
ফুটবল পণ্ডিতদের অবশ্য মনে হচ্ছে, মেসি খুব চাপে রয়েছেন। আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তী ম্যারাডোনা অবশ্য আর্জেন্টিনা অধিনায়কের পাশেই দাঁড়িয়েছেন। প্রথম ম্যাচে আইসল্যান্ডের বিরুদ্ধে ড্রয়ের পরেই বলেছিলেন, ‘প্রথম ম্যাচে মেসি যতটুকু পেরেছে দিয়েছে। ওর কোনও দোষ দেখছি না।’ তিনি বরং কোচ সাম্পাওলিকেই কাঠগড়ায় তুলেছেন। ম্যারাডোনা বলেছেন, ‘এই পারফরম্যান্স থাকলে সাম্পাওলিকে আর আর্জেন্টিনায় ফিরতে হবে বলে মনে হয় না!’
এত শুভেচ্ছা, ভালবাসা নিয়ে আজ ঘুরে দাঁড়াতে পারবেন কি না মেসি, তা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছে গোটা বিশ্ব।
সূত্র : আনন্দবাজার।
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি