ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

মেসিডোনিয়াকে ২-১ গোলে হারিয়েছে স্পেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৮, ১২ জুন ২০১৭

বিশ্বকাপ বাছাইপর্বে জি গ্র“পে মেসিডোনিয়াকে ২-১ গোলে হারিয়েছে স্পেন। এ জয়ে ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ইতালি।
মেসিডোনিয়ার মাঠে ম্যাচের শুরু থেকেই স্বাগতিকদের কোনঠাসা করে রাখে স্পেন। তারপরও ২-১ গোলের জয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের। ম্যাচের ১৫ মিনিটে দাভিদ আলভার ব্যাকপাসে গোল করে দলকে ১-০ তে এগিয়ে দেন সিলভা। এরপর ২৭ মিনিটে প্লেসিং শটে ব্যবধান দ্বিগুণ করেন কোস্তা। ম্যাচের ৬৬ মিনিটে মেসিডোনিয়ার স্তেফান গোল করে ব্যবধান কমালেও পরাজয় এড়াতে পারেননি।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি