মেসিদের উদযাপনে ছিল লাল-সবুজ পতাকাও
প্রকাশিত : ১০:২৭, ২১ ডিসেম্বর ২০২২
৩৬ বছর পর আর্জেন্টিনার শিরোপ জয়ে উৎসবের শহরে পরিণত হয়েছে বুয়েন্স আয়ার্স। তাদের এমন উদযাপনে আছে বাংলাদেশের ছোঁয়াও।
একমাসের ফুটবলযজ্ঞ শেষে অনেক জল্পনা-কল্পনা কাটিয়ে অধরা শিরোপা ধরা দিয়েছে ফুটবলের কিং লিওনেল মেসির হাতেই। বিশ্বকাপের পর বাকি গল্পটুকু শুধু আলবেসিলেস্তেদের, শুধুই উদযাপনের।
ইতোমধ্যে নিজ দেশে মেসিরা। বাজছে ঢাকঢোল, প্রাণে প্রাণে খুশির তুফান। আর্জেন্টিনার পতাকায় ছেয়ে গিয়েছে বুয়েন্স আয়ার্সের আকাশ।
এমন দিনে তারা ভোলেনি বাংলাদেশিদের কথা। তাদের উদযাপনে দেখা মিলছে বাংলাদেশের লাল-সবুজ পতাকাও।
এ যেন বাংলাদেশি সমর্থকদের প্রতি আর্জেন্টাইনদের কৃতজ্ঞতা।
এএইচ