ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

মেসিদের কোচের দৌড়ে এগিয়ে যারা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩০, ৫ জুলাই ২০১৮

হোর্হে সাম্পাওলি যে আর আর্জেন্টিনা ফুটবল দলের দায়িত্বে থাকছেন না, তা মোটামুটি নিশ্চিত। যদিও আর্জেন্টাইন কোচ নিজের থাকা না থাকা নিয়ে মুখ খুলছেন না, তারপরও সারাদেশজুড়ে তার পদত্যাগের দাবি উঠেছে।

তবে সাম্পাওলিকে সরালেও অন্য কোনো দেশের ফুটবলার বা কোচ এই মুহূর্তে দেশটির ফুটবলের দায়িত্ব নিচ্ছে না তাও নিশ্চিত। আর্জেন্টাইন সাবেক ফুটবলাররা-ই সম্ভাব্য কোচের তালিকায় এগিয়ে থাকছেন। এই তালিকায় রয়েছেন, সাবেক মিডফিল্ডার মার্সেলো গ্যালার্ডো ও সাবেক ফরোয়ার্ড রিকার্ডো গারেকাও। আবার আর্জেন্টিনার সাবেক কোচ ও ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা আবার কোচিং করানো ইচ্ছের কথা জানিয়েছেন। তাই তার বিষয়টিও আলোচনায় রয়েছে।

এদের মধ্যে বেশ এগিয়ে ৬০ বছর বয়সী গারেকা। কারণ ৩৬ বছর পর পেরুকে বিশ্বকাপে আনার পেছনে তার বড় ভূমিকা ছিল। যদিও রাশিয়ায় গ্রুপ পর্বেই বাদ পড়ার পর আর দলটির সঙ্গে থাকতে ইচ্ছুক নন সাবেক এ আর্জেন্টাইন ফরোয়ার্ড। বলেছেন, আর্জেন্টিনা নিজের দেশ, সেখানে কোচ হিসেবে কাজ করতে পারাটা সম্মানের।

অন্যদিকে, গারেকার পাশাপাশি গ্যালার্ডোকে নিয়েও ভালো আগ্রহ আছে দেশটির ফুটবল ফেডারেশনের। বর্তমানে আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেট এর ম্যানেজার গ্যালার্ডোর খেলোয়াড়দের ভিজ্যুয়ালাইজেশন টেকনিক ব্যবহার নিয়ে খ্যাতি রয়েছে। শুধু তাই নয়, বুদ্ধিমত্তা ও কৌশল প্রয়োগ করে খেলোয়াড়দের মনোসংযোগ সৃষ্টির জন্যও ফেডারেশনের সুনজরে রয়েছেন। তাছাড়া বর্তমান ক্লাব রিভার প্লেটে দারুণ সফল তিনি।

আবার উড়িয়ে দেওয়া যাচ্ছে না ম্যারাডোনার কথাও। ২০১০ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন। তবে ৮৬’র বিশ্বকাপ জয়ী অধিনায়ক আর্জেন্টাইনদের বিশ্বকাপের সেই স্বপ্ন পূরণ করতে পারেননি। জার্মানের কাছে ৪-০ গোলের লজ্জার হার মেসিদের সেবার ছিটকে দিয়েছিল কোয়ার্টার ফাইনাল থেকেই। এরপরই স্বেচ্ছায় পদত্যাগে যান ম্যারাডোনা।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি