ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

মেসির আমন্ত্রণপত্র কোথাও হারিয়ে গেছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪২, ৩ জুলাই ২০১৭ | আপডেট: ১৫:৫৪, ৩ জুলাই ২০১৭

ছবি: ফুটবল দুনিয়ার কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা।

ছবি: ফুটবল দুনিয়ার কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা।

আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসি ২৫ বছর প্রেমের পর শুক্রবার রাতে বিয়ে করেছেন তাঁর প্রেমিকা আন্তোনেলা রোক্কুজ্জোকে। ঘটা করেই বিয়ের এই অনুষ্ঠান হয়েছে মেসির নিজ শহরে। বলা হচ্ছে, এটিই শতাব্দীর শ্রেষ্ঠ বিয়ে।

জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানে ফুটবল তারকাসহ ২৬০ জন নামী দামী ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ছিলেন বার্সেলোনায় মেসির সতীর্থ খেলোয়াড় লুইস সোয়ারেজ, নেইমার, জেরার্ড পিকে এবং তার স্ত্রী, কলম্বিয়ার পপ স্টার শাকিরা।

কিন্তু মেসির বিয়েতে যার উপস্থিতি নেই তিনি হলেন আর্জেন্টিনারই আরেক ফুটবল তারকা দিয়েগো ম্যারাডোনা। আর স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী ম্যারাডোনাকে আমন্ত্রণই জানাননি মেসি।

কিন্তু ম্যারাডোনা বলেছেন, মেসি নিশ্চয়ই বিয়ের আমন্ত্রণপত্র পাঠিয়েছিলেন। সেটা হয়তো কোথাও হারিয়ে গেছে।

বর্তমানে রাশিয়ায় রয়েছেন ম্যারাডোনা। সংবাদমাধ্যম সোভেতস্কি স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে মেসিকে শুভকামনা জানিয়ে ম্যারাডোনা বলেছেন, সে জানে আমি তাকে কতো ভালোবাসি।

//আর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি