ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মেসির এআই ভিডিও ভাইরাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৮, ১৪ সেপ্টেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

ঝরঝরে ইংরেজিতে কথা বলছেন ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। এক সংবাদ সম্মেলনে দেখা গেছে ঝরঝরে ইংরেজিতে কথা বলছেন আর্জেন্টাইন মহাতারকা। আর্জেন্টিনার এক এআই বিশেষজ্ঞ কৃত্তিম বুদ্ধিমক্তা ব্যবহার করে এটি তৈরি করেছেন। এরই মধ্যে নেট দুনিয়ার ভাইরাল হয়েছি ভিডিওটি।

ইংরেজিতে কথা বলছেন লিওনেল মেসি! এমনটা শুনলে কী সত্যি সত্যি অবাক হবেন? হওয়ারই কথা। আজ অবধি স্প্যানিশ বৈ কিছুই বলেননি ফুটবলের বরপুত্র।

এবার ঘটলো এমনি এক ঘটনা। নেট দুনিয়ায় ভাইরাল একটি ভিডিও। যেখানে দ্বিধাহীনভাবে ইংরেজিতে কথা বলছেন মেসি। যুক্তরাষ্ট্রে গিয়ে তবে কি ইংরেজি ভাষা রপ্ত করে নিয়েছেন লিও।

না এমন কিছুই না, পর্দায় যাকে দেখা যাচ্ছে সে হুবহু মেসির মতো হলেও স্বশরীরে মেসি নন। আর্টিফিসিয়ার ইন্টেলিজেন্স ব্যবহার করে তৈরি করা হয়েছে ভিডিওটি।

দেখে বোঝার উপায় নাই আসল না নকল। আর্জেন্টিনার এআই বিশেষজ্ঞ জাভি ফার্নান্দেজ কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এই সংবাদ সম্মেলনটি তৈরি করেছেন।

যুক্তরাষ্ট্রে এক বছর বসবাস করার পর মেসি যে ইংরেজি শিখবেন, সেটা রোজারিওর স্থানীয় উচ্চারণে যেমনটা হতে পারে, তেমনই শোনা গেছে এআই জেনারেটেড সংবাদ সম্মেলনে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি