ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

‘মেসির জাদুকরী ফুটবল দেখতে পারা সৌভাগ্যের’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৯, ১৯ আগস্ট ২০১৮


বার্সেলোনার কোচ আর্নেস্তো ভালভের্দের বলেছেন, আর্জেন্টিনার মেসি যেমন বিস্ময়কর, তার চেয়েও বিস্ময়কর হয়ে ওঠেন বার্সেলোনার জার্সিতে। চলতি লা লিগায় নিজেদের প্রথম ম্যাচে করেছেন জোড়া গোল। মেসির জাদুকরী ফুটবল দেখতে পারাটা দর্শকদের জন্য সৌভাগ্যের বলে মনে করেন এই কোচ।

ভালভের্দে বলেছেন, মেসি একটা জিনিয়াস। আমরা সৌভাগ্যবান যে প্রতিদিনই ওকে দেখতে পারি। আমরা সৌভাগ্যবান যে, সে খেলছে এমন সময়ে আমরা ফুটবলে জড়িত আছি। আমরা চাই প্রতিদিনই সে বিস্ময়কর কিছু করুক।

ক্যাম্প ন্যুতে ম্যাচের ৬৪তম মিনিটে আর্জেন্টাইন জাদুকরের অসাধারণ ফ্রি কিক থেকে এগিয়ে যায় বার্সেলোনা। এই গোলের সঙ্গেই লা লিগায় বার্সেলোনা দেখা পায় ৬০০০তম গোলের। হ্যাঁ, অধিনায়ক মেসির পা দিয়ে গড়া হয়েছে কাতালান ক্লাবটির এই ইতিহাস। ৮৩তম মিনিটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন কুতিনহো। এরপর যোগ করা সময়ের ৯২তম মিনিটে সুয়ারেসের ক্রস থেকে জয়সূচক গোলটি করেন মেসি।

তথ্যসূত্র: গোল ডটকম।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি