ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

মেসির জাদুতে সেল্তার বিপক্ষে বার্সোলোনার জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২০, ১২ জানুয়ারি ২০১৮ | আপডেট: ২৩:৫৮, ১২ জানুয়ারি ২০১৮

লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্সে বার্সেলোনা পেল বড় জয়। সেল্তা দে ভিগোকে উড়িয়ে কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে উঠেছে এরনেস্তো ভালভেরদের দল।

বৃহস্পতিবার কাম্প নউয়ে শেষ ষোলোর ফিরতি লেগে ৫-০ গোলে জিতেছে গতবারের চ্যাম্পিয়নরা। প্রতিযোগিতা গত ১৪ ম্যাচে মেসির গোল সংখ্যা দাঁড়াল ২৪।

সেল্তার মাঠে প্রথম পর্বের ম্যাচটি ১-১ ড্র হলেও দুই লেগ মিলিয়ে ৬-১ ব্যবধানে পরের রাউন্ডে উঠলো বার্সা।

ত্রয়োদশ মিনিটে বাঁ দিক থেকে আলবার বাড়ানো বল হাফ ভলিতে জালে পাঠিয়ে গোল উৎসবের শুরুটা করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড মেসি। দুই মিনিট পরই বাঁ দিকে আলবাকে বল বাড়িয়ে ডি-বক্সে ঢুকে সতীর্থের ফিরতি পাস পেয়ে ব্যবধান দ্বিগুণ করেন মেসি।

২৮তম মিনিটে আবারও মেসি-আলবা জুটিতে গোলের দেখা মেলে। অনেক দূর থেকে সতীর্থের দারুণ ক্রস ডি-বক্সে ফাঁকায় পেয়ে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন স্প্যানিশ ডিফেন্ডার।

এর তিন মিনিট পরেই ডি-বক্সের ঠিক বাইরে থেকে ডেনমার্কের ফরোয়ার্ড সিস্তো গোলরক্ষককে ব্যকপাস দিতে গেলে বল আরেক জনের পায়ে লেগে চলে যায় উরুগুয়ের স্ট্রাইকার সুয়ারেসের কাছে। জয়-পরাজয়ের হিসেব মোটামুটি শেষ হয়ে যাওয়ায় ৬০তম মিনিটে মেসিকে তুলে নেন কোচ। নামান উসমান দেম্বেলেকে। ৮৭তম মিনিটে দেম্বেলের কর্নারে হেডে ইভান রাকিতিচ করেন শেষ গোলটি।

 

সূত্র: গোল ডটকম

একে//এসএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি