ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

মেসির জোড়া গোলে জয় বার্সার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৩, ১৯ আগস্ট ২০১৮

স্প্যানিশ লা লিগার প্রথম ম্যাচে জয় পায় বার্সালোনা। লিওনেল মেসির জোড়া গোলে প্রতিপক্ষ অ্যালাভেসকে ৩-০ গোলে এক প্রকাশ উড়িয়ে দেয় বার্সা। বার্সার হয়ে অপর গোলটি করেন দলের নতুন সদস্য কুটিনহো।

ম্যাচের প্রথমার্ধ গোল শূণ্য হয়ে শেষ হলেও দ্বিতীয়ার্ধে একসাথে জ্বলে ওঠেন আর্জেন্টিনার মেসি আর ব্রাজিলের কুটিনহো। লা লিগায় বার্সালোনার ৬০০০-তম গোল করেন মেসি। ৬৪ মিনিটে ফ্রী-কিক থেকে নেওয়া দুর্দান্ত এক শটে বার্সালোকে এগিয়ে নেন এই আর্জেন্টাইন।

দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় হিসেবে নামা কুটিনহো ৮৩ মিনিটে বার্সালোনাকে এনে দেন দ্বিতীয় গোল। তবে নির্ধারিত ৯০ মিনিটের খেলার পরেও মেসি জাদু তখনও বাকি। অতিরিক্ত সময়ের দ্বিতীয় গোলে মেসিময় গোলে বার্সালোনার হয়ে ম্যাচের শেষ গোলটি করেন তিনি। উরুগুয়ের লুইস সুয়ারেজের পাস বুকে ঠেকিয়ে দুই অ্যালাভেজ ডিফেন্ডারকে কাটিয়ে নিচু এক শটে এই গোলটি করেন বার্সা দলপতি।

গতকাল শনিবারের এই ম্যাচের মধ্যে দিয়ে লা লিগায় টানা ১৫ ম্যাচে গোল করলেন মেসি। আট বছর আগে লা লিগায় বার্সালোনার হয়ে ৫০০০-তম গোলটিও করেছিলেন মেসি।

মেসিদের বিপক্ষে খুব একটা দাড়াতে পারেনি অ্যালাভেজ। বার্সা শিবিরে মাত্র তিনটি শট আর ম্যাচের মাত্র ২১ শতাংশ সময় নিজেদের পায়ে বল টোকাটুকি করেই কাটে অ্যালাভেজের ম্যাচ।

আজ রবিবার নিজেদের মাঠে গেটাফে’র মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।

সূত্রঃ বিবিসি

//এস এইচ এস//

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি