ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

মেসির দুর্বলতা স্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০০, ৩০ মে ২০১৮ | আপডেট: ১১:৪৫, ১৩ জুন ২০১৮

সব বীরের-ই কিছু দুর্বলতা থাকে। আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তী লিওনেল মেসিও তার ব্যাতিক্রম নন। বল পায়ে তিনি কীই-বা না করতে পারেন! অনায়াসে দুমড়েমুচড়ে ফেলেন প্রতিপক্ষের রক্ষণভাগ। গোলের পর গোল করে রেকর্ড চুরমার করে দেন। সেই ফুটবল বীরের দুর্বলতার জায়গা কী জানেন? আর কেউ নন তার স্ত্রী।

ফুটবল মাঠে প্রতিপক্ষের জন্য আতঙ্কের নাম মেসির ভয়ের কারণ তাঁর স্ত্রী আন্তোনেল্লা। বউয়ের সঙ্গে শপিংয়ে যেতে ভয় পান মেসি। এর অর্থ এই নয়, বাজার থেকে কোনো কিছুর কেনার প্রয়োজন হয় না বার্সেলোনা তারকার।

ব্যক্তিগত ও পরিবারের চাহিদা অনুযায়ী সবকিছুই কেনা হয়। কিন্তু তা সশরীরে বাজারে গিয়ে নয়, অনলাইনে, ‘আমি জামাকাপড় কিনতে পছন্দ করি। কিন্তু বাজারে গিয়ে নয়। কেনাকাটা করা হয় অনলাইনে; যা আমাকে বাইরে যেতে নিরুৎসাহিত করে। আসলে আমি যখন আন্তোনেল্লার সঙ্গে বাইরে যাই, অসহায় বোধ করি।’ অর্থাৎ মেসি শপিংয়ে গেলে সবাই তাকে ঘিরে ধরে। ক্ষ্যাতির বিড়ম্বনা যাকে বলে। নিজস্বতা বলতে কিছুই থাকে না।

তবে মেসি একেবারেই বাইরে চলাফেরা করেন না বিষয়টি কিন্তু সে রকম নয়। তিনিও রক্ত–মাংসের গড়া মানুষ। কিন্তু যত দ্রুততার সঙ্গে কাজ শেষ করে ফিরতে পারলেই যেন তিনি হাঁফ ছেড়ে বাঁচেন। মেসির ভাষ্য, ‘যখন আমি কেনাকাটা বা হাঁটার জন্য বাইরে যাওয়ার চেষ্টা করি, সব সময় দ্রততার সঙ্গে যাই। কোথাও থামি না। গিয়ে কাজটা শেষ করে দ্রত ফিরে আসি। কিন্তু আন্তোনেল্লা বা বাচ্চাদের সঙ্গে গেলে তা করা যায় না।’

প্রসঙ্গত, দীর্ঘদিন চুটিয়ে প্রেম ও এক ছাদের নিচে সময় কাটিয়ে বছর দুয়েক আগে বিয়ে করেন মেসি ও আন্তোনেল্লা।

সূত্র : গোল ডটকম।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি