ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

মেসির পেনাল্টি মিসই ম্যাচের ‘টার্নিং পয়েন্ট’!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০২, ১ ডিসেম্বর ২০২২

কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে পেনাল্টি পেয়ে গোল করেছিলেন লিওনেল মেসি। কিন্তু সে ম্যাচে হেরে যায় দল। বুধবার রাতে পোল্যান্ডের বিপক্ষে পেনাল্টি মিস করেন মেসি। তবে দল এবার জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই উঠে যায় শেষ ষোলোতে।

আসলে, মেসির পেনাল্টি মিসের কারণেই পরবর্তীতে উজ্জীবিত পারফরম্যান্সে দলের বিজয় ছিনিয়ে আনে আর্জেন্টাইনরা। তাই এই পেনাল্টি মিসকেই ম্যাচের অন্যতম টার্নিং পয়েন্ট ভাবছেন ম্যারাডোনার উত্তরসূরি।

পোল্যান্ডের বিপক্ষে ম্যাচটা খুব একটা সহজ ছিল না আর্জেন্টিনার জন্য। হারলেই বিদায়! ড্র করলেও তাকিয়ে থাকতে হতো পয়েন্ট টেবিলের সমীকরণের দিকে। 

ফলে পেনাল্টি থেকে গোল পাওয়াটা বেশ গুরুত্বপূর্ণ ছিল দলের জন্য। কিন্তু মেসির নেয়া সেই শট আটকে দেন পোল্যান্ডের গোলরক্ষক ভয়চেক সেজনি।

এরপরেই অবশ্য তেতে ওঠে দলের সদস্যরা। তাতেই পোল্যান্ডের বিপক্ষে দাপটের সঙ্গে ম্যাচ জিতে নেয় আর্জেন্টিনা। ২-০ ব্যবধানে জয়ী হয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উঠে যায় নকআউট পর্বে। 

ম্যাচ শেষে অনুভূতি প্রকাশ করতে গিয়ে মেসি বলেন, “পেনাল্টি থেকে গোল করতে না পারায় আমি নিজের ওপর রেগে গিয়েছিলাম। কিন্তু এরপরই দল আরও শক্তিশালী হয়েছে। আমাদের জানা ছিল, আমরা একটা গোল করতে পারলেই ওরা চাপে পড়ে যাবে, ওদের রক্ষণ ভেঙে যাবে। ফলে আমরা সেভাবেই খেলতে থাকি।”

“দ্বিতীয়ার্ধে গোল দুটি করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং জুলিয়ান আলভারেস। শেষপর্যন্ত জয় নিয়েই আমরা মাঠ ছাড়ি।”

এদিকে, মেসিদের পরবর্তী ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে শনিবার দিবাগত রাত ১টায় (৩ ডিসেম্বর)। ওই ম্যাচ সম্পর্কে মেসি বলেন, “নকআউট পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলাটা বেশ কঠিন হবে। যে কেউ জিততে পারে ওই ম্যাচে। তবে পোল্যান্ডের বিপক্ষে আমরা যেরকম খেলেছি, সেটাই ধরে রাখতে পারব বলে আশা করছি। কারণ যত ম্যাচ এগোচ্ছে, ততো শান্ত হচ্ছি আমরা।”

চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরে ধাক্কা খেয়েছিল মেসির আর্জেন্টিনা। পরের দুই ম্যাচে অবশ্য দাপটের সঙ্গে খেলেই হয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন। এবার নকআউটের বাঁধাগুলো টপকানোর পালা।

এনএস/এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি