ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মেসির মত ফিরলেন তামিম, প্রত্যাশা বিশ্বকাপের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৫, ৭ জুলাই ২০২৩ | আপডেট: ১৯:৩৭, ৭ জুলাই ২০২৩

Ekushey Television Ltd.

২০১৬ সালে তামিমের মত হঠাৎ করে জাতীয় দল থেকে অবসরে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি। তিনিও আবার সিদ্ধান্ত বদলে দলে ফিরেছিলেন, ঠিক যেমনটা ফিরলেন আমাদের ওপেনার তামিম ইকবাল। এখন দেখার পালা, মেসির মত তামিমের পরবর্তী ইনিংসটাও দুর্দান্ত হয় কিনা। 

২০১৬ কোপা আমেরিকা ফাইনালে চিলির কাছে হারের পর আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মেসি। তার আগে আর্জেন্টিনাকে ২০১৪ বিশ্বকাপের ফাইনালে তুলেও চ্যাম্পিয়ন করতে পারেননি তিনি। তবে অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করে মেসি আবারও দলে ফেরার পর ২০২২ সালে বিশ্বকাপের স্বপ্ন পূরণ হয় আর্জেন্টিনার। 

এই ঘটনাটির সঙ্গেই তামিমের প্রত্যাবর্তনের মিল খুঁজে পাচ্ছেন নেটিজেনরা। বৃহস্পতিবার হঠাৎ অবসরে যাওয়ার ঘোষণা দেন এই ব্যাটিং ওপেনার। এরপরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তোলপাড়। 

এর ঠিক পরদিন শুক্রবার গণভবনে প্রধানমন্ত্রী ডাক পড়ে তামিমের। এইযাত্রায় তামিমের সঙ্গী হন মশরাফি। 

দুপুরে তামিম-মাশরাফি গণভবনে রওনা দেওয়ার পর থেকেই চলতে থাকে নানা জল্পনা-কল্পনা। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে অভিমান ভেঙে অবসরের সিদ্ধান্ত পরিবর্তন করেন তামিম। 

তার এই সিদ্ধান্ত সবার আগে আসে সামাজিক যোগাযোগ মাধ্যমে, মাশরাফির ফেসবুক পোস্টে। প্রধানমন্ত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করে তামিমের উদ্দেশ্যে মাশরাফি লেখেন, “আবার দেখা হবে, এ দেখাই শেষ দেখা নয় ইনশাআল্লাহ।”

এরপরেই বিভিন্ন মাধ্যমে খবর আসে, দেড় মাস বিশ্রামের পর খেলায় ফিরবেন তামিম। 

এই পুরো ঘটনাটির সঙ্গেই মেসির প্রত্যাবর্তনের মিল খুঁজে পেয়েছেন খেলা পাগল নেটিজেনরা। তারা বলছেন, মেসির মতই ফিরলেন তামিম, এখন দেখার বিষয়, পরবর্তী বিশ্বকাপে মেসির মত সফলতার (বিশ্বকাপ) হাতছানি আনতে পারেন কিনা বাংলার এই টাইগার। 

এসবি/ 

      


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি