ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

মেসির ৪০০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৮, ১৪ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১৬:১১, ১৪ জানুয়ারি ২০১৯

স্প্যানিশ লা লিগায় সর্বোচ্চ গোলের মালিক হয়ে গেলেন লিওনেল মেসি। প্রথম খেলোয়াড় হিসেবে এই প্রতিযোগিতায় ৪০০তম গোল করলেন বার্সেলোনা অধিনায়ক। রোববার রাতে কাম্প নউয়ে এইবারের বিপক্ষে ম্যাচটির দ্বিতীয় গোলটি করে এই রেকর্ড ছুঁয়ে ফেললেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

লা-লিগায় ৯০ বছরের ইতিহাসে সর্বাধিক গোলের কীর্তি এখন মেসির ঝুলিতে৷ স্প্যানিশ লিগে ৪৩৫ ম্যাচ এই নজির ছুঁয়েছেন বার্সা স্ট্রাইকার৷ সর্বোচ্চ গোল দাতার তালিকায় দু’নম্বরে রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদো৷ এখনও পর্যন্ত ২৯২ ম্যাচে ৩১১ গোল করেছেন সিআর সেভেন৷

ম্যাচের দ্বিতীয়ার্ধে ৫৩তম মিনিটে সুয়ারেজে পাস থেকে এইবারের জাল কাঁপিয়ে রেকর্ডবুকে নাম তুলে ফেলেন মেসি৷ স্প্যানিশ লিগে তার ৪০০ গোলের ধারে কাছে নেই কোনও ফুটবলার৷ নয়া কীর্তির দিনে বার্সা কোচ ভালভের্দে মেসির প্রশংসায় বলেন, মেসি সত্যিই অন্য গ্রহের ফুটবলার৷

এইবারের বিরুদ্ধে ম্যাচের অন্য দুটি গোল করেন লুই সুয়ারেজ (১৯ ও ৫৯ মিনিট)৷ সহজ প্রতিপক্ষের বিরুদ্ধে বার্সা ম্যাচ জেতে ৩-০ব্যবধানে৷

পরিসংখ্যান বলছে, ইউরোপের সব ধরনের লিগ মিলিয়ে বার্সার হয়ে ৬৫৮ ম্যাচে ৫৭৫টি গোল করেছেন মেসি৷ চলতি মৌসুমে ১৭টি লিগ ম্যাচে ২৩ টি গোল করেছেন বার্সা তারকা। স্প্যানিশ লিগের ইতিহাসে সর্বাধিক গোলদাতার রেকর্ড-

১. লিওনেল মেসি- ৪০০

২. ক্রিস্টিয়ানো রোনালদো- ৩১১

৩. তেলমো সাররা: ২৫১

৪. হুগো সানচেস: ২৩৪

৫. রাউল গনসালেস: ২২৮

ইউরোপের সেরা পাঁচ ফুটবল লিগ ধরলে দ্বিতীয় ফুটবলার হিসেবে চারশো গোলের নজির ছুঁলেন মেসি৷ এর আগে ৪০০ বার জাল কাঁপানোর নজির রয়েছে রোনালদোর৷ তিনটি ক্লাবের হয়ে ৫০৭ ম্যাচে ৪০৯ গোল রয়েছে রোনালদোর৷

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি