ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মেহেবুবুল রহমানকে যুবলীগ থেকে অব্যাহতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৯, ৮ মার্চ ২০২৩ | আপডেট: ১৫:০৪, ৮ মার্চ ২০২৩

Ekushey Television Ltd.

বেআইনীভাবে সরকারি কাজে বাধা প্রদান, হত্যার উদ্দেশ্যে মারপিট, শ্লীলতাহানি, হুমকিসহ সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যশোর যুবলীগের যুগ্ম আহবায়ক মেহেবুবুল রহমান ম্যানসেলকে সংগঠন থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (৮ মার্চ) বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এখবর জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আপনার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকায় সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগ একটি ঐতিহ্যবাহী সুশৃঙ্খল সংগঠন। এই সংগঠনের ভাবমূর্তি বজায় রাখা আমাদের সবার নৈতিক ও সাংগঠনিক দায়িত্ব।

এমতাবস্থায়, সংগঠনের গঠনতন্ত্রের ২২(ক) ধারা মোতাবেক বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের নির্দেশক্রমে আপনাকে (মেহবুবুল রহমান ম্যানসেল) সংগঠন থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি