ঢাকা, শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪

মেহেরপুর, মোকসেদপুর ও বিয়ানীবাজার পৌরসভায় ভোট আগামী মঙ্গলবার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৩, ২৩ এপ্রিল ২০১৭ | আপডেট: ১৪:২৮, ২৩ এপ্রিল ২০১৭

নানা জটিলতার দীর্ঘদিন পর আগামী মঙ্গলবার মেহেরপুর, গোপালগঞ্জের মোকসেদপুর ও সিলেটের বিয়ানীবাজার পৌরসভায় ভোট হচ্ছে। সীমানা সংক্রান্ত জটিলতার কারণে এই সব এলাকায় নির্বাচন এতোদিন বন্ধ ছিলো। শেষ মহুুর্তে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নানা প্রতিশ্র“তি নিয়ে ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। তবে সুষ্ঠু ভোট নিয়ে শংকা প্রকাশ করেছেন বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীরা।
মেহেরপুর পৌরসভার নির্বাচন উপলক্ষে পোস্টারে ছেয়ে গেছে পুরো এলাকা। ২০০৪ সালে ভোট হবার কথা থাকলেও সীমানা জটিলতায় নিয়ে বিষয়টি আদালতে গড়ায়। কয়েকদফা নির্বাচন স্থগিত রাখার আদেশ দেন আদালত। অবশষে ১২ বছর পর হচ্ছে ভোট। প্রার্থীরা শেষ মুহুর্তে ভোটারদেও মন জয়ের চেষ্টায় প্রার্থীরা।
মেয়র পদে অংশ নিচ্ছেন আওয়ামী লীগ, বিএনপি ও ২স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৪ জন। এছাড়াও সাধারণ সদস্য পদে ৫৪ জন ও সংরক্ষিত নারী আসনে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। পৌরসভার মোট ভোটার ৩০ হাজার ৯৬৫।
বর্তমান পরিবেশে সুষ্ঠু নির্বাচন হবে না, বলে আশংকা করেছেন বিএনপি মনোনীত প্রার্থী। তবে সকলের সহযোগিতায় সুষ্ঠ ও সুন্দর নির্বাচন উপহার দেয়ার কথা বলেছেন রিটানিং কর্মকর্তা।
এদিকে, পৌরসভা গঠনের ১৭ বছর পর সিলেটের বিয়ানীবাজারে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়ন থেকে পৌরসভা গঠন করার পর আইনী জটিলতায় এতোদিন নির্বাচন করা সম্ভব হয়নি।
প্রথম নির্বাচনকে কেন্দ্র করে উৎসবে মেতে উঠেছে ২৫ হাজার ভোটার অধ্যুষিত পৌর এলাকা। মেয়র পদে ৮জন, সাধারন ওয়ার্ডে ৭৯ জন ও সংরক্ষিত ওয়ার্ডে ৮ জন প্রার্থী মহিলা কাউন্সিলর প্রার্থী।
গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভা নির্বাচনে এবার মেয়র পদে ৬ জন, কাউন্সিলর ৪৪ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী প্রতীক পেয়েছেন।
নির্বাচনে ১৪ হাজার ৯৩৭ জন ভোটার ভোট দিবেন। পৌরসভা এলাকার সীমানা বিরোধ নিয়ে উচ্চ আদালতে মামলা থাকায় গত ১৬ বছর ধরে এ পৌরসভায় কোন নির্বাচন অনুষ্ঠিত হয়নি।
এদিকে শেষ মুুহুর্তের প্রচারনায় ব্যাস্ত সময় পার করছেন প্রার্থী ও সমর্থকরা ।

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি