ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মেহেরপুরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ২ চাঁদাবাজ নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৯, ১৪ এপ্রিল ২০১৭ | আপডেট: ১১:৫৩, ১৪ এপ্রিল ২০১৭

Ekushey Television Ltd.

মেহেরপুরের গাংনীতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে অজ্ঞাত ২ চাঁদাবাজ নিহত হয়েছে। অস্ত্র, বোমা ও গুলি উদ্ধার । এঘটনায় আহত হয়েছে ৪ জন পুলিশ ।
শুক্রবার ভোর ৩ টার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। গাংনী থানার ওসি জানান,মালসাদহ-হাড়িয়াদহের সরোয়ারের ইটভাটায় কয়েকজন চাঁদাবাজ চাঁদা নিতে আসছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এসময় চাঁদাবাজরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে দুজন চাঁদাবাজ গুলিবিদ্ধ হয়। পরে তাদেরকে গাংনী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। ঘটনাস্থল থেকে দুটি শক্তিশালী বোমা,একটি এলজি শার্টারগান, দু রাউন্ড গুলি ও দুটি দেশীয় রামদা উদ্ধার করা হয়েছে। এসময় ৪জন পুলিশ আহত হয়েছে। আহতদের গাংনী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি