ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

মেহেরপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২১, ৩০ জুলাই ২০১৭ | আপডেট: ১৭:৫০, ৩০ জুলাই ২০১৭

মেহেরপুরের গাংনী উপজেলায় শত্রুতার জেরে শনিবার রাতে প্রতিপক্ষের হামলায় আহত এক ব্যবসায়ী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আজ রোববার ভোরে নিহত ব্যক্তির নাম এনামুল হক ইলো (৩৮)। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত এনামুল হকের বাড়ি উপজেলার লক্ষ্মীনারায়ণপুর ধলা গ্রামে। তিনি কাথুলী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আজমাইন হোসেন টুটুলের ছোট ভাই।

প্রসঙ্গত, সম্প্রতি কাথুলী ইউপি সদস্য আজমাইন হোসেন টুটুল ও স্থানীয় কৃষক লীগ নেতা আতিয়ার রহমানের পক্ষের মধ্যে সংষর্ঘ হয়। সংঘর্ষে দুপক্ষের করা মামলা মেহেরপুর আদালতে বিচারাধীন।

আজমাইন হোসেন টুটুলের ভাষ্য, শনিবার রাত ১০টার দিকে এনামুল হক নওয়াপাড়া বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে নওয়াপাড়া ঈদগাহপাড়া এলাকায় ৮-১০ সন্ত্রাসী গাছের সঙ্গে দড়ি বেঁধে এনামুলের পথ আটকায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে এনামুলকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা।

গাংনী থানা সূত্রে জানায়, ঘটনায় শনিবার রাতেই থানায় মামলা হয়েছে। মামলার পর অভিযান চালিয়ে লক্ষ্মীনারায়ণপুর ধলা গ্রামের রবিউল ইসলাম নাহিদ নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি