ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

মেহেরপুরের বেশিরভাগ স্কুলের টিউবওয়েলে আর্সেনিক [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৭, ২৪ এপ্রিল ২০১৮

মেহেরপুরে ১১০টি প্রাথমিক ৩৫টি মাধ্যমিক বিদ্যালয়ের টিউবওয়েলে পাওয়া গেছে মাত্রাতিরিক্ত আর্সেনিক। বিশেষজ্ঞরা বলছেন, এই পানি পান করলে শিশুদের চামড়া, কিডনি, লিভারসহ মস্তিস্কে সমস্যা দেখা দিতে পারে। এজন্যে দ্রুত আর্সেনিকমুক্ত পানির ব্যবস্থা করার পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর পরামর্শও তাদের।

জানা গেছে, মেহেরপুর জেলার অধিকাংশ বিদ্যালয়ের টিউবওয়েলে পাওয়া গেছে মাত্রাতিরিক্ত আর্সেনিক। জেলার ১৩২টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ৩৫টি ও ৩০৮টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১১০টিতেই মিলেছে আর্সেনিকের অস্তিত্ব। কোন কোন বিদ্যালয় কর্তৃপক্ষ আর্সেনিকমুক্ত পানির ব্যবস্থা করলেও বেশ কিছু টিউবওয়েল বিকল হয়ে পড়ে আছে।

শিক্ষকরা জানান, বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করেও আর্সেনিকমুক্ত টিউবওয়েলের ব্যবস্থা করা যাচ্ছে না।

শিক্ষার্থীরা জানায়, স্কুলসহ আশপাশের কোথাও আর্সেনিকমুক্ত পানি না থাকায় বাধ্য হয়ে এই পানি পান করছে তারা।

শিশু বিশেষজ্ঞ ডা. এহসানুল কবীর জানান, দীর্ঘদিন আর্সেনিকযুক্ত পানি পান করলে শিশুদের চামড়া, কিডনি, লিভারের ক্ষতি হতে পারে।

স্কুলগুলোতে আর্সেনিকমুক্ত পানির ব্যবস্থা করা হবে বলে জানালেন নির্বাহী প্রকৌশলী মো.আব্দুল গফফার মোল্লা। দ্রুত এ’ বিষয়ে পদক্ষেপ নেয়ার দাবি ভুক্তভোগীদের।

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি