ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

মেয়র আতিকুলের সংবাদ সম্মেলন আজ

প্রকাশিত : ০৮:৩৬, ২ মার্চ ২০১৯

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র উপনির্বাচনে জয়ী আতিকুল ইসলাম আজ শনিবার দুপুরে রাজধানীর উত্তরার বাংলাদেশ ক্লাবে সংবাদ সম্মেলন করবেন। ভোট-পরবর্তী প্রতিক্রিয়া, মেয়র হিসেবে কী করবেন তার পরিকল্পনা তুলে ধরবেন।

আতিকুল ইসলামের একান্ত সচিব সাইফুদ্দিন সুমন এ তথ্য জানিয়েছেন।

গত বৃহস্পতিবার অনুষ্ঠিত উত্তর সিটির উপনির্বাচনে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। রিটার্নিং কর্মকর্তা তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেছেন। আতিকুল ইসলাম ৮ লাখ ৩৯ হাজার ৩০২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির শাফিন আহমেদ লাঙল প্রতীকে পেয়েছেন মাত্র ৫২ হাজার ৪২৯ ভোট।

আনিসুল হকের মৃত্যুতে শূন্য উত্তর সিটির মেয়র পদে উপনির্বাচনে ভোটার ছিলেন ৩০ লাখ ৩৫ হাজার ৫৯৯। বেসরকারি ফল অনুযায়ী, গত বৃহস্পতিবারের নির্বাচনে ভোট দেন ৯ লাখ ২৩ হাজার ২৬ ভোটার। ৩১ দশমিক শূন্য পাঁচ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন উপনির্বাচনে।

এক-তৃতীয়াংশের কম ভোট পড়েছে উপনির্বাচনে।

২০১৫ সালে মেয়র নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত আনিসুল হক ৪ লাখ ৬০ হাজার ১১৭ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন। বিএনপি সমর্থিত তাবিথ আউয়াল পেয়েছিলেন ৩ লাখ ২৫ হাজার ৮০ ভোট। ৩০ ডিসেম্বরের সংসদ নির্বাচনে ভোট ডাকাতির অভিযোগ করে বিএনপি উপনির্বাচন বর্জন করেছে।

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি