ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মেয়র আনিসের সর্বশেষ অবস্থা জানা যাবে কাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫০, ২০ আগস্ট ২০১৭ | আপডেট: ২১:৪৪, ২২ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের শারীরিক অবস্থা প্রায় অপরিবর্তিত রয়েছে। লন্ডনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার নাদীম কাদির শনিবার লন্ডন সময় রাত সাড়ে আটটায় হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে গণমাধ্যমকে এ তথ্য জানান।


 প্রেস মিনিস্টার আরও জানান, আনিসুল হককে নতুন আরও  কিছু ওষুধ দিয়েছেন চিকিৎসকরা। সোমবার মেয়রের শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকরা জানানোর পর আমরা বিস্তারিত বলতে পারব।


নাদীম কাদির বলেন, বর্তমানে তার অবস্থা স্থিতিশীল আছে। শারীরিক অবস্থা নতুন করে অবনতি হয়নি।
//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি