ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মেয়েকে নিয়ে অবাঞ্ছিত শব্দে ফুঁসে উঠলেন শাহিদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৬, ৯ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

অন্য সব তারকা কিডদের মত ক্যামেরার সামনে নিজের সন্তানকে আনতে চান না শাহিদ-মীরা। কখনও চান না, ক্যামেরার ফ্ল্যাশ সব সময় পিছু নিক মিশার। সম্প্রতি সংবাদমাধ্যমের বিরুদ্ধে ফুঁসে উঠেছিলেন শাহিদ কাপুরের স্ত্রী মীরা কাপুর। এবার মিশাকে নিয়ে অবাঞ্ছিত শব্দ ব্যবহার করায় ফুঁসে উঠলেন শাহিদ কাপুর।

সম্প্রতি মিশাকে ‘সেক্স অ্যাপিল’ বলে শব্দ ব্যবহার করা হয় ভারতীয় একটি অনলাইন পোর্টালের খবরে। ছোট্ট মেয়ের সম্পর্কে ওই শব্দ কেন ব্যবহার করা হয়েছে- এ নিয়ে প্রশ্ন তুলেছে নেটিজেনদের একাংশ। ওই ঘটনার পর চুপ থাকেননি শাহিদ কাপুরও। তাঁকে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে, ক্ষোভে ফেটে পড়েন তিনি। তাঁর মেয়েকে নিয়ে কেন অহেতুক আলোচনা করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন শাহিদ। পাশাপাশি মিশাকে সব সময় ক্যামেরার ফ্ল্যাশে তুলে এনে, আলোচনা করা হোক, তা কখনওই তাঁরা চান না বলেও স্পষ্ট জানান শাহিদ।

শুধু তাই নয়, এসব যাঁরা করছেন, তাঁদের কি কোনও কাজ নেই বলেও প্রশ্ন তোলেন শাহিদ।

তবে শুধু মিশাই নয়, তৈমুরকে নিয়েও মাঝে মধ্যে অহেতুক মন্তব্য করা হয় সোশ্যাল সাইটে। তৈমুরকে ‘পার্টি অ্যানিম্যাল’ বলে সম্মোধন করা হয়। আর তা নিয়েও প্রশ্ন তোলেন নেটিজেনরা।

সূত্র : জি নিউজ

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি