ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মেয়েকে নিয়ে বেশ সিরিয়াস অভিষেক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৫, ২৫ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

বলিউড স্টার অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন। এ তারকা দম্পতির একমাত্র মেয়ে আরোধ্য। স্টার কিড হিসেবে অধিক জনপ্রিয় এই ছোট্ট মেয়িটি। তাইতো মেয়েকে নিয়ে বেশ সিরিয়াস বাবা অভিষেক। মেয়েকে নিয়ে কেউ কিছু বললে মোটেই ছাড় দেন না তিনি।

সম্প্রতি মেয়ের সঙ্গে অভিষেক তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। ছবিটি দেখে অনেকেই বিভিন্ন রকম মন্তব্য করছেন। অভিষেক প্রায়ই তার পরিবার ও মেয়ের সঙ্গে বিশেষ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন।

এবারের ছবিতে স্ত্রী ঐশ্বরিয়ার কোলে বসা অবস্থায় দেখা যাচ্ছে আরোধ্যকে। আর পাশের চেয়ারে বসা বাবা অভিষেক মেয়েকে গভীর মনোযোগ দিয়ে কী যেন দেখাচ্ছেন।

উল্লেখ্য, ২০০৭ সালের ২০ এপ্রিল বলিউড নায়িকা ঐশ্বরিয়া রাইকে বিয়ে করেন জুনিয়র বচ্চন। ২০১১ সালে ১৬ নভেম্বর কন্যাসন্তান আরাধ্যার জন্ম দেন ঐশ্বর্য রাই বচ্চন।

সূত্র : জি নিউজ

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি