মেয়েদের হ্যামার থ্রোতে নতুন বিশ্ব রেকর্ড গড়ে স্বর্ণ জিতলেন এনিতা ওল্ডারচেক
প্রকাশিত : ০৯:৩৬, ১৬ আগস্ট ২০১৬ | আপডেট: ০৯:৩৬, ১৬ আগস্ট ২০১৬
রিও অলিম্পিকের দৌড়ালেন সবাইকে ছাড়িয়ে, মেয়েদের হ্যামার থ্রোতে নতুন বিশ্ব রেকর্ড গড়ে স্বর্ণ জিতলেন পোল্যান্ডের এনিতা ওল্ডারচেক। ২৬টি স্বর্ণ, ২০টি রৌপ্যসহ মোট ৭৩টি পদক নিয়ে তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। ১৬ স্বর্ণসহ ৪১টি পদক নিয়ে ইংল্যান্ড আছে দ্বিতীয় স্থানে। ১৫টি স্বর্ণে চীনের অবস্থান তৃতীয়।
রিও অলিম্পিকে মেয়েদের হ্যামারন থ্রোতে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন এনিতা ওল্ডারচেক। এ রেকর্ড গড়তে ৮২ দশমিক ২৯ মিটার দুরুত্বে হ্যামার নিক্ষেপ করেন পোল্যান্ডের এ ক্রীড়াবিদ।
৭৬ দশমিক ৭৫ মিটার দুরুত্বে নিক্ষেপ করে চীনের ওয়েনজিউ জাং রৌপ্য পদক জেতেন। আর এ ইভেন্টে ইংল্যান্ডের সোফি হিচন ব্রোঞ্জ পদক জেতেন।
মেয়েদের ৩হাজার মিটার দৌড়ে স্বর্ণ জেতেন বাহরাইনের রুথ জেবেট। আর কেনিয়ার হাইভিন কিয়াং জেপকেমোল রৌপ্য এবং যুক্তরাষ্ট্রের এমা কোব্র“ন ব্রোঞ্জ পদক জেতেন।
ছেলেদের জুডোতে রাশিয়ার চাকভেটদেজ ডেভিট স্বর্ণ জেতেন। আর ইউক্রেইনের বেলেনিউক জান রৌপ্য এবং বেকলারুশের হামজাতু জাভিদ জেতেন ব্রোঞ্জ।
আরও পড়ুন