ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

মেয়েবন্ধুকে কেন্দ্র করে কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৯, ১৪ মে ২০২২

মেয়েবন্ধুকে উত্ত্যক্তের জের ধরে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। শনিবার (১৪ মে) বেলা ১১টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিয়ে এক শিক্ষার্থী গণমাধ্যমে জানান, বৃহস্পতিবার আইডিয়াল কলেজের এক শিক্ষার্থী তার মেয়েবন্ধুকে সঙ্গে নিয়ে যাওয়ার সময় ঢাকা কলেজের শিক্ষার্থীরা টিজ করে। সেই সূত্র ধরে আজ সংঘর্ষ বাধে। ঢাকা কলেজের দুই শিক্ষার্থী আইডিয়াল কলেজে আটকা পড়েছে। তারা আইডিয়াল কলেজের প্রিন্সিপালের রুমে আছে বলেও জানান তিনি।

আরেক  শিক্ষার্থী জানান, কী নিয়ে ঘটনার সূত্রপাত, তা সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে।

ঢাকা কলেজের শৃঙ্খলা কমিটির সদস্য সহকারী অধ্যাপক আলতাফ হোসেন গণমাধ্যমে বলেন, ‘‘আমরা আমাদের শিক্ষার্থীদের সরিয়ে এনেছি। তবে পরিস্থিতি এখনো উত্তপ্ত। আইডিয়াল কলেজের শিক্ষকরা তাদের ছাত্রদের সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন।’’

ঢাকা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর এ টি এম মইনুল হোসেন বিষয়টি নিয়ে বলেন, ‘‘দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ঝামেলা হয়েছিল। আমি শিক্ষকদের পাঠিয়েছি। শিক্ষার্থীরা সরে এসেছে। এখন পরিস্থিতি শান্ত।’’

এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি