ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

মেয়ের গৃহপ্রবেশে কত কোটি খরচ করছেন নিক-প্রিয়াঙ্কা?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৫, ৮ ফেব্রুয়ারি ২০২২

সদ্য মা হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। সারোগেসিসর মাধ্যমে কন্যা সন্তানের মা-বাবা হয়েছেন নিকয়াঙ্কা। মেয়ের গৃহপ্রবেশের জন্যে কত কোটি টাকা খরচ করছেন এই জুটি শুনলে চোখ কপালে উঠবে! নভেম্বর মাসে ২০ মিলিয়ান ডলার অর্থাৎ ১৪৯ কোটি টাকা দিয়ে দিয়ে নতুন বাড়ি কেনেন প্রিয়াঙ্কা ও নিক। সূত্রের খবর বলছে ভাবী সন্তানের আগমনের কথা ভেবেই এই বাড়ি কিনেছেন তারা। 

সদ্য মা হয়েছেন দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া। সারোগেসিসর মাধ্যমে কন্যা সন্তানের মা-বাবা হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। নির্ধারিত সময়ের ১২ সপ্তাহ আগেই নিক-প্রিয়াঙ্কা মেয়ে ভূমিষ্ঠ হয়।

শোনা যায় ২০১৯ সাল থেকে মা-বাবা হওয়ার পরিকল্পনা শুরু করেন ‘নিকয়াঙ্কা’। পিপল ম্যাগাজিনের খবর অনুযায়ী ২০১৯ সালের অগাস্ট মাস থেকেই লস এঞ্জেলসে নতুন বাড়ির খোঁজ শুরু করেন নিক-প্রিয়াঙ্কা। অবশেষে নভেম্বর মাসে ২০ মিলিয়ান ডলার অর্থাৎ ১৪৯ কোটি টাকা দিয়ে দিয়ে নতুন বাড়ি কেনেন তারা। 

তাদের মতে সন্তানের বড় হয়ে ওঠার জন্যে পর্যাপ্ত জায়গা ও সবুজের প্রয়োজন সেই কারণেই এই নতুন বাড়ি কিনেছেন এই পাওয়ার কাপল। গত বছর দীপাবলীর পার্টি এই বাড়িতে জমাটি আয়োজন করেন নিক-প্রিয়াঙ্কা। নিজের ছবি পোস্ট করে প্রিয়াঙ্কা লিখলেন, "হ্যাপি দিওয়ালি ইভ। ভালোবাসা, আলো আর সুখ-শান্তি আসুক সবার জীবনে। উত্‌সবের সূচনা করছি মন ভরা কৃতজ্ঞতা আর অনেক ভালোবাসার উষ্ণতা নিয়ে।"

যে নারী প্রিয়াঙ্কার সন্তান ধারণ করেছেন, তার শারীরিক অবস্থার কারণেই নাকি তড়িঘড়ি সন্তানের জন্মের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। এর আগে পাঁচ বার সারোগেসির মাধ্যমে শিশুর জন্ম দিয়েছেন তিনি। তাকে দেখে প্রিয়াঙ্কা-নিকের খুব ভালো লাগে বলেই নাকি তারা এই সিদ্ধান্ত নিয়েছিলেন।

নির্ধারিত সময়ের অনেক আগে জন্ম হয়ে গেছে বলে এখনই হাসপাতাল থেকে ছাড়া হচ্ছে না এই সদ্যোজাতকে। বেশ কয়েক সপ্তাহ তাকে থাকতে হবে চিকিৎসকদের পর্যবেক্ষণে। তেমনই জানা গেছে। তার কারণে প্রিয়াঙ্কা-নিকও এখন সান দিয়াগোতে রয়েছেন বলে জানা গিয়েছে।

সূত্র: এই সময় 

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি