মেয়ের প্রশ্নের জবাব দিতে পারলেন না সেই ম্যাজিস্ট্রেট
প্রকাশিত : ১১:৫৩, ৪ জুন ২০১৯
আড়ংকে জরিমানা করা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপপরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারের বদলি আদেশ এখন আলোচনার শীর্ষে।
সোমবার রাতে বদলির প্রজ্ঞাপন প্রকাশ হলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রামে সমালোচনার ঝড় শুরু হয়।
সবার জিজ্ঞাসা কেন বদলি করা হলো মনজুর মোহাম্মাদ শাহরিয়ারকে। সাধারণ মানুষ তো বটেই খোদ বদলি হওয়া ওই কর্মকর্তার ছোট্ট মেয়েও একই প্রশ্ন করেছেন।
এ প্রসঙ্গে মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, ‘‘আমার ছোট্ট মেয়ে আমাকে প্রশ্ন করেছিল, ‘বাবা তুমি ভালো কাজ করলে তোমাকে বদলি করা হলো কেন?’ আমি তার উত্তর দিতে পারিনি। এটাই আমার ব্যর্থতা। তাকে উত্তর দেওয়ার জবাব আমার জানা নেই। আমি প্রজাতন্ত্রের একজন কর্মচারী, যেখানেই বদলি করা হবে, সেখানেই কাজ করতে হবে।’’
তিনি বলেন, ‘আমি যেখানেই যে অবস্থায় থাকি, ন্যায়ের পক্ষে কাজ করে যাব। এর আগে দেশের বিভিন্ন জেলায় কাজ করেছি, সেসব এলাকায় ন্যায় ও সুনামের সঙ্গে কাজ করেছি। সেইসব জেলার মানুষ এখনও আমাকে ফোন করে, মনে রেখেছে। তবে ঈদের আগে আমার পরিবারের জন্য এই বদলির আদেশটি বিব্রত ও সুখের সংবাদ না।’
সোমবার (৩ জুন) দুপুরে আড়ংকে জরিমানা করেন তিনি। আর রাতেই তার বদলির আদেশ জারি হয়। ফলে, অনেকটা আক্ষেপ নিয়েই কথাগুলো বলছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের এই কর্মকর্তা।
সোমবার মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার আরও বলেন, ‘আমি আজকে সারাদিনই ব্যস্ত ছিলাম। উত্তরা ও গুলশান এলাকায় অভিযানে ছিলাম। সেখান থেকে এসে অফিসে কাজ করেছি। ইফতার করেছি বাইরে। এরপর একটি বেসরকারি টেলিভিশনের আলোচনায় অংশ নিয়েছি। সেখান থেকে বের হয়ে রাতে ফের আরেকটি আলোচনায় অংশ নিতে বের হই। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে আমার ভাই ফোন দিয়ে আমাকে জানায়, আমার বদলি হয়েছে। আমি আলোচনার বিরতিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গিয়ে বদলির আদেশটি দেখতে পাই। এরপর বাসায় চলে আসি।’
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে এই কর্মকর্তা বলেন, ‘বদলি আমাদের নিয়মিত প্রক্রিয়া। এটা হতেই পারে। আমি এর আগেও বিভিন্ন জায়গায় কাজ করেছি। এখানে আসার আগে মানিকগঞ্জ জেলা প্রশাসক ও সুনামগঞ্জের জেলা প্রশাসক হিসেবে কর্মরত ছিলাম।
সুনামগঞ্জে দায়িত্ব পালনের পর যখন আমার বদলি হলো, সেখানের মানুষ আমার জন্য কান্নাকাটি করেছে। তারা মানববন্ধন করেছে। এখনও ফোন দেয়। মানুষ আমার কাজকে পছন্দ করে। মানুষের জন্য কাজ যেকোনও জায়গায় বসেই করা যায়। তবে ঈদের আগে এই বদলিটি আমার পরিবারের জন্য সুখবর নয়।’
সোমবার রাজধানীর উত্তরায় আড়ংয়ের একটি আউটলেটকে পাঁচ দিনের ব্যবধানে একই পাঞ্জাবি দ্বিগুণ দামে বিক্রির করার অভিযোগে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা ও ২৪ ঘণ্টা বন্ধ ঘোষণা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালিক মনজুর মোহাম্মাদ শাহরিয়ার।
এ অভিযানের কয়েক ঘণ্টার মাথায় তাকে বদলির প্রজ্ঞাপন প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। তাকে খুলনায় বদলি করা হয়েছে।
আগামী ১৩ জুনের মধ্যে তাকে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয় ওই প্রজ্ঞাপনে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী, মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারের নতুন কর্মস্থল সড়ক ও জনপদ অধিদফতর খুলনা জোন। তাকে এস্টেট ও আইন কর্মকর্তা হিসেবে বদলি করা হলো।
প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ১৩ জুনের মধ্যে এই কর্মকর্তাকে তার বদলি কর্মস্থলে যোগদান করতে হবে, অন্যথায় ১৩ জুন দুপুরে তার বর্তমান কর্মস্থল হতে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) মর্মে গণ্য হবেন।
আই//
আরও পড়ুন