ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

মোংলা বন্দরে ৩ নম্বর সংকেত বহাল

মোংলা প্রতিনিধি 

প্রকাশিত : ১১:২৫, ১৪ সেপ্টেম্বর ২০২৪

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে শনিবারও (১৪ সেপ্টেম্বর) মোংলা বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে।

লঘুচাপ পরবর্তী নিম্নচাপের ফলে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেল থেকে মোংলাসহ সুন্দরবন উপকূলে টানা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ভারী বৃষ্টিতে সম্পূর্ণ বন্ধ রয়েছে বন্দরে অবস্থানরত দুটি সারবাহী জাহাজের পণ্য খালাস ও পরিবহণের কাজ।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ জানায়, এমভি অপরাজিতা এবং এমভি ওয়েকু হোলিও জাহাজ দুটিতে শুক্রবার রাত সার খালাস বন্ধ রয়েছে।

জাহাজ দুটিতে বিদেশ থেকে ৩৬ হাজার ৩০০ মেট্রিকটন সার আমদানি করা হয়েছে। দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সার খালাস করা যাচ্ছে না। তবে স্বাভাবিক রয়েছে বন্দরে অবস্থানরত অন্য পাঁচটি বাণিজ্যিক জাহাজের পণ্য ওঠানামার কাজ। 

এদিকে গত ২৪ঘন্টায় মোংলায় ৭০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ মোঃ হারুন অর রশিদ বলেন, নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত ও ঝড়ো বাতাস আগামী কয়েকদিন ধরেই অব্যাহত থাকবে। 

অপরদিকে টানা ভারী বর্ষণে এখানকার জনজীবনে তার বিরুপ প্রভাব পড়তে শুরু করেছে। বৃষ্টির পানিতে নিচু এলাকায় জলাবদ্ধতাসহ চিংড়ির তলিয়ে ক্ষতির আশংকায় স্থানীয়রা। এছাড়া এক ধরণের বৈরী আবহাওয়া বিরাজ করায় লোকজনের স্বাভাবিক কাজ-কর্মও বিঘ্নিত হচ্ছে। শহরে দোকাটপাট খুলেছে কম, তাই কম লোকজনও। তবে এতে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া দিনমজুরেরা। 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি