মোংলায় স্থানান্তর হচেছ কাস্টমস হাউজ (ভিডিও)
প্রকাশিত : ২০:২৫, ১৯ জানুয়ারি ২০১৯
অবশেষে খুলনা থেকে মোংলায় স্থানান্তর হচ্ছে কাষ্টমস হাউজের পূর্ণাঙ্গ কার্যক্রম। কাস্টমস কর্তৃপক্ষ বলছে, এর ফলে ব্যবসায়ীদের ভোগান্তি কমার পাশাপাশি বাড়বে আমদানী-রপ্তানী। এদিকে ব্যাংকিং সুবিধা না থাকায় দূর্ভোগ পুরোপুরি কমছে না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
১৯৫০ সালে যাত্রা শুরু করে মোংলা বন্দর। তবে কাস্টমস হাউজের কার্যক্রম খুলনা থেকে পরিচালিত হওয়ায় দীর্ঘকাল ভোগান্তি পোহাতে হয়েছে ব্যবসায়ীদের।
ব্যবসায়ীদের দাবীর প্রেক্ষিতে ২০ জানুয়ারী মোংলায় স্থানান্তর হচ্ছে কাস্টম হাউজের পূর্ণাঙ্গ কার্যক্রম। এর ফলে ব্যবসায়ীদের সুযোগ-সুবিধা আর বন্দরের কার্যক্রম বাড়বে বলে আশা করছে কর্তৃপক্ষ।
তবে ব্যবসায়ীরা বলছেন, শুধু কাস্টমস হাউজ স্থানান্তর নয়, বন্দরের গতি পুরোপুরি বাড়াতে প্রয়োজন ব্যাংকিং সুবিধা।
মোংলায় সরকার অনুমোদিত সকল ব্যাংকের শাখা দ্রুত চালু করার দাবি ব্যবসায়ীদের।
আরও পড়ুন