মোখার প্রভাবে আগামী কয়েকদিন ভারী বৃষ্টি হতে পারে
প্রকাশিত : ২১:১৭, ১৪ মে ২০২৩
দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপে পরিণত হয়েছে অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা। সন্ধ্যায় বাংলাদেশ-মিয়ামনমার উপকূল অতিক্রম করে মিয়ামনমারের স্থলভাগে অবস্থান করছে। কক্সবাজারসহ সব সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এর প্রভাবে কক্সবাজার, সেন্টমার্টিন, ও টেকনাফে ঝড়ো বাতাস ও বৃষ্টি হচ্ছে। তবে এখনো জলোচ্ছ্বাসের আশঙ্কা আছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
ঘূর্ণিঝড় মোখা ক্রমশ অগ্রসর ও দুর্বল হয়ে উপকূল অতিক্রম করে স্থলভাগে উঠে আসে সন্ধ্যায়। কমেছে এর দাপট।
আবহাওয়া অফিস জানিয়েছে, কক্সবাজার, টেকনাফ, সেন্টমার্টিন এলাকায় মোখা সবচে বেশি তাণ্ডব চালিয়েছে। তবে সময় গড়ানোর সাথে সাথে তীব্রতা কমে এসেছে।
সাইক্লোনটি বিশাল আকৃতির হওয়ায় অতিক্রমে সময় বেশি লাগে। তবে এটির কেন্দ্র স্থলভাগে উঠে আসা মানেই এর তাণ্ডব শেষ নয়। এর প্রভাবে ঝড় জলোচ্ছাস হওয়ার আশঙ্কা দেখছেন আবহাওয়াবিদরা ।
মোখার প্রভাবে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। এর ফলে পার্বত্য এলাকায় পাহাড় ধ্বসেরও শংকা রয়েছে।
বঙ্গোপসাগওে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্ররারকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
এসবি/
আরও পড়ুন