মোজাহার আলী বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ১৬ বছর পরও জাতীয়করণ হয়নি
প্রকাশিত : ১২:২৪, ১৯ মে ২০১৭ | আপডেট: ১৩:২০, ১৯ মে ২০১৭
প্রতিষ্ঠার ১৬ বছর পরও জাতীয়করণ হয়নি রাজবাড়ী জেলা সদরের মিজানপুর ইউনিয়নের দয়ালনগর মোজাহার আলী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। হয়নি অবকাঠামোগত উন্নয়নও। এদিকে, মামলার কারণে থমকে গেছে লক্ষ্মীপুরে রামগতির আলেকজান্ডার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন কাজ।
রাজবাড়ী জেলা সদরের মিজানপুর ইউনিয়নে ২০০০ সালে প্রতিষ্ঠিত হয় দয়ালনগর মোজাহার আলী বেসরকারী প্রাথমিক বিদ্যালয়। বর্তমানে জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে বিদ্যালয়টি।
এই বিদ্যালয়ে ১৫৫ জন শিক্ষার্থীর জন্য শিক্ষক মাত্র ৪ জন। সরকারের দেয়া উপবৃত্তির টাকাও পায় না এখানকার শিক্ষার্থীরা।
বিদ্যালয়টি জাতীয়করণের ব্যাপারে ব্যবস্থা নেয়ার কথা জানালেন এই কর্মকর্তা।
এদিকে, জমি সংক্রান্ত মামলার কারণে লক্ষ্মীপুরে রামগতি উপজেলার আলেকজান্ডার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন কাজ ব্যাহত হচ্ছে। ঝুঁকিপূর্ণ ভবনে ক্লাস করতে বাধ্য হচ্ছে প্রায় সাতশ’ শিক্ষার্থী।
মামলা জটিলতা দূর করাসহ ঝুঁকির্পূণ ভবন পুণঃনির্মাণের দাবি জানিয়েছেন প্রধান শিক্ষক।
সমস্যা সমাধানসহ উন্নয়ন বরাদ্দ দেয়ার আশ্বাস দিলেন এই কর্মকর্তা।
কোমলমতি শিশুদের কথা চিন্তা করে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছে এলাকাবাসী।
আরও পড়ুন