ঢাকা, রবিবার   ২৩ জুন ২০২৪

মোটর সাইকেল চালকের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪১, ২৭ এপ্রিল ২০১৭ | আপডেট: ১৮:৫৬, ২৭ এপ্রিল ২০১৭

খাগড়াছড়ির মহালছড়িতে ভাড়ায় চালিত মোটর সাইকেল চালক ছাদিকুল ইসলামের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ।
বৃহস্পতিবার সকালে শহরের শাপলা চত্বরে এই মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তারা ছাদিকুলের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার দাবি জানান। গত ১০ এপ্রিল সন্ধ্যায় মোটর সাইকেল চালক ছাদিকুলকে মহালছড়ি থেকে রাঙ্গামাটির ঘিলাছড়ির উদ্দেশে ভাড়া করে নিয়ে যায় দুই পাহাড়ি যুবক। পরে ১৩ এপ্রিল বিকেলে রাঙ্গামাটির নানিয়ারচরের ঘিলাছড়ি এলাকায় মাটি চাপা অবস্থায় ছাদিকুলের মৃতদেহ পাওয়া যায়। এ’ঘটনায় রাঙামাটির নানিয়ারচর থেকে সন্দেহভাজন হিসেবে পল্টু চাকমা নামে এক যুবককে আটক করেছে পুলিশ।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি