ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মোটরসাইকেল চালককে হত্যার প্রতিবাদে খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে হরতাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৭, ১৯ এপ্রিল ২০১৭

Ekushey Television Ltd.

খাগড়াছড়ির মহালছড়িতে ভাড়ায়চালিত এক মোটরসাইকেল চালককে হত্যার প্রতিবাদে খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে হরতাল হচ্ছে।
পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ এই হরতালের ডাক দেয়। হরতালের কারণে রাঙামাটি ও খাগড়াছড়ির সাথে দেশের সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। ১০ এপ্রিল ছাদিকুল খাগড়াছড়ির মহালছড়ি থেকে মোটরসাইকেলে যাত্রী নিয়ে যাওয়ার পর থেকে নিখোঁজ হন। তিনদিন পর রাঙ্গামাটির নানিয়ারচরের ঘিলাছড়ি এলাকায় মাটিচাপা দেয়া অবস্থায় ছাদিকুলের মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে পল্টু চাকমা নামে এক যুবককে আটক করেছে পুলিশ।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি