ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রদল নেতাসহ নিহত ২

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১১:২২, ১৫ সেপ্টেম্বর ২০২৪

হবিগঞ্জের চুনারুঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রদল নেতাসহ দুইজন নিহত হয়েছেন। 

শনিবার রাত ৯টায় উপজেলার সাতছড়ি রোডের চন্ডিছড়া চা বাগান এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

নিহতরা হলেন শায়েস্তাগঞ্জ উপজেলার দক্ষিণ বড়চর গ্রামের হাজী কিম্মত আলীর ছেলে ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান (৩২)  ও সুদিয়াখলা গ্রামের মৌলদ মিয়ার ছেলে শায়েস্তাগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাফিজ সরকার (৩৪)।

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় জানান, তারা সাতছড়ির দিক থেকে মোটরসাইকেলযোগে শায়েস্তাগঞ্জ ফিরছিলেন। পথিমধ্যে চন্ডিছড়া চা বাগানে মাজারের আগে দুর্ঘটনায় ঘটনাস্থলেই তারা মারা যান। তাদের মৃতদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি