ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মোটা বেতনে রিয়ালে আসতে ‘সম্মত’ এমবাপ্পে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৬, ৭ জুলাই ২০২৩

Ekushey Television Ltd.

‘হয় চুক্তি নবায়ন করো নয়তো ক্লাব ছাড়ো।’ কিলিয়ান এমবাপ্পেকে কড়া ভাষায় পরিষ্কার বার্তা দিয়েছে পিএসজি। কোনভাবেই ফ্রান্স তারকা এমবাপ্পেকে ফ্রিতে ছাড়তে চায় না ক্লাবটি। 

এমবাপ্পে আগেই জানিয়ে দিয়েছেন, পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করবেন না তিনি। ‘ক্লাব ছাড়ার’ পথই তাই বেছে নিচ্ছেন তিনি। বরাবর তাকে কেনার লড়াইয়ে ছিল রিয়াল মাদ্রিদ। সঙ্গে যুক্ত হয়েছিল লিভারপুল।

শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদেই নাকি যোগ দিচ্ছেন পরপর দুই বিশ্বকাপের ফাইনাল খেলা এমবাপ্পে। সংবাদ মাধ্যম ‘ক্যাদেনা সের’ জানিয়েছে, চুক্তির বিষয়ে ব্যক্তিগত পর্যায়ে এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার বিষয়ে সম্মত হয়েছেন। 

তার সঙ্গে পাঁচ বছরের চুক্তি করবে লস ব্লাঙ্কোসরা। প্রতি মৌসুমে তাকে ৫০ মিলিয়ন ইউরো বেতন দেবে ক্লাবটি। যদিও বর্তমানে তিনি পিএসজি থেকে মৌসুমে প্রায় ৭২ মিলিয়ন ইউরো বেতন পান। 

ব্যক্তিগত পর্যায়ে সমঝোতা হয়ে গেলে রিয়াল মাদ্রিদ এমবাপ্পের ফি নিয়ে পিএসজির সঙ্গে আলোচনা করবে। তাকে মাদ্রিদে আনতে রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ ২০০ মিলিয়ন ইউরোর রেকর্ড ভাঙতে রাজি বলে শোনা যাচ্ছে। 

গত মৌসুমে এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার খুব কাছে ছিলেন। ফ্রি এজেন্টে রিয়ালে যোগ দিতে বিমান ধরার ঠিক আগে নাকি সিদ্ধান্ত বদলান তিনি। পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করেন এই তরুণ। তিন বছর প্যারিসে থাকার সিদ্ধান্ত নেন। যার মধ্যে এক বছর ছিল ঐচ্ছিক চুক্তির শর্ত। এখন আর ওই ঐচ্ছিক চুক্তি শর্তে সই করতে রাজি নন তিনি।

এমএম//

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি