ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

মোদিকে ‘বৈপ্লবিক’ বললেন নেতানিয়াহু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৮, ১৫ জানুয়ারি ২০১৮

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘বৈপ্লবিক’ হিসেবে আখ্যায়িত করলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু বর্তমানে ভারত সফররত ইজরায়েলি প্রধানমন্ত্রী সোমবার নয়াদিল্লীতে এমন মন্তব্য করেন

ভারত ইজরায়েলের সম্পর্কে ‘স্বর্গে হওয়া বিবাহ’ উল্লেখ করে নেতানিয়াহু বলেন, ‘মোদি সত্যিকার অর্থেই একজন বৈপ্লবিক মানুষ’। ২০০৩ সালে এরিয়েল শ্যারন সর্বপ্রথম ইজরায়েলি প্রধানমন্ত্রী হিসেবে ভারত সফর করেন। তারপর দ্বিতীয় ইজরায়েলি প্রধানমন্ত্রী হিসেবে ভারত সফর করছেন বেনজামিন নেতানিয়াহু।

এবারের সফরে আজ ভারত ও ইজরায়েলের মধ্যে মোট ৯টি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়। এর মধ্যে দুই দেশের মধ্যে তেল ও গ্যাস সহায়তা এবং যৌথ প্রযোজনায় চলচিত্র নির্মাণ সম্পর্কিত চুক্তি অন্যতম।

এক যৌথ সংবাদ বিবৃতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘আমাদের মধ্যেকার সম্পর্ক আমরা আবার নতুন করে ঝালিয়ে নিচ্ছি। এ সম্পর্ক এগিয়ে নিতে আমরা দুপক্ষই আন্তরিক’। এসময় ইজরায়েলী প্রতিষ্ঠানগুলোকে ভারতে বিনিয়োগের আহবান জানান প্রধানমন্ত্রী মোদি।

ইজরায়েলী প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু বলেন, ‘ইজরায়েল সৃজনশীল উদ্ভাবনে বিশ্বে ১ নম্বর। আর ভারতে আছে প্রচুর মেধা। আমরা এক সাথে কাজ করলে সামনে আরো ভাল কিছু করতে পারব’। যৌথ প্রযোজনায় চলচিত্র নির্মাণের বিষয়ে নিজেকে খুব রোমাঞ্চিত হিসেবেও মন্তব্য করেন বেনজামিন।

রোববার ৬ দিনের রাষ্ট্রীয় সফরে দিল্লী এসে পৌছান ইজরায়েলী প্রধানমন্ত্রী। এসময় সকল প্রটোকল ভেঙ্গে ইজরায়েলী প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার রাতে মোদির দেওয়া এক ‘ব্যক্তিগত ডিনার পার্টি’তে সস্ত্রীক অংশ নেন নেতানিয়াহু।

সূত্রঃ এনডিটিভি

//এস এইচ এস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি