ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মোদীর কল্যাণেই যোগব্যায়াম বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪১, ২৮ জুন ২০২৩

Ekushey Television Ltd.

গ্র্যামি পুরস্কার জয়ী ভারতের সংগীত শিল্পী রিকি কেজ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রচেষ্টার ফলে যোগব্যায়াম বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি লাভ করেছে। সোমবার তিনি এই কথা বলেন। 

তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদীর কল্যাণে যোগব্যায়াম বিশ্বব্যাপী প্রাধান্য পেয়েছে। নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এবারের যোগ দিবসটি অতি বিশেষ কিছু। কারণ প্রধানমন্ত্রী মোদী এবার যোগ দিবসে যোগব্যায়ামে সবাইকে নেতৃত্ব দিয়েছেন। বিশ্ব যোগ দিবসে যোগ দিতে পেরে আমি রোমাঞ্চিত।

তিনবার গ্র্যামি পুরস্কার বিজয়ী সঙ্গীতশিল্পী রিকি কেজ জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত যোগ দিবস উদযাপনে অংশ নিয়েছেন। এই যোগব্যায়াম অনুষ্ঠানের নেতৃত্ব দেন মোদি। 

যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রী মোদীর প্রথম সরকারি সফরের বিষয়ে নিজের মতামত ব্যক্ত করে রিকি কেজ বলেন, এই দুই বিশ্ব নেতাকে বন্ধুত্বের মনোভাব নিয়ে একত্রিত হতে দেখা এবং বিশ্বকে একটি ভালো জায়গা হিসেবে তৈরি করতে দেখা দারুণ ব্যাপার। যেমন ভারত জলবায়ু পরিবর্তন, পরিবেশ সচেতনতা, বিভিন্ন দেশের মধ্যে আন্তর্জাতিক চুক্তি এবং বন্ধন তৈরিসহ বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে ৷ ভারত আর সাইডলাইনে বসে নেই এবং দক্ষিণ বিশ্বের নেতা হিসেবে বিবেচিত হয়। বিশ্ব এই বৈঠক থেকে উপকৃত হবে। মোদির মতো একজন নেতা থাকা এবং মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় সংলাপ যুক্তরাষ্ট্রের জন্য উপকারী।

জাতিসংঘ সদর দপ্তরে যোগ দিবস উদযাপনের পর মোদি বৃহস্পতিবার ওয়াশিংটনে যাবেন। সেখানে হোয়াইট হাউজে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে এবং বাইডেনের সঙ্গে উচ্চ পর্যায়ের এক বৈঠকে অংশ নেবেন। 

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী মোদির সম্মানে একই দিন সন্ধ্যায় প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি ঝিল বাইডেন রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন করবেন। এরপর বৃহস্পতিবারই মোদি মার্কিন কংগ্রেসের একটি যৌথ সভায় ভাষণ দেবেন।

সূত্র : এনডিটিভি
এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি