ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪

মোদীর শপথে থাকতে পারেন পুতিন-ম্যাক্রোঁসহ বিশ্বনেতারা

প্রকাশিত : ১৮:১৪, ২৪ মে ২০১৯

ভারতের ইতিহাসে মোদীর আগে মাত্র দু’জন টানা প্রধানমন্ত্রী হতে পেরেছিলেন। একজন কংগ্রেস নেতা জওহরলাল নেহরু অন্যজন ইন্দিরা গান্ধী। দীর্ঘ সময় পর ভারতের ইতিহাসে তৃতীয় ব্যক্তি হিসেবে নরেদ্র মোদী টানা দ্বিতীয়বার শপথ নিতে যাচ্ছেন। আগামী ২৯ মে শপথ নিতে পারেন মোদী।

সাতদফা ভোটগ্রহণ শেষে বৃহস্পতিবার ঘোষিত ফলে বিজেপি ভারতের ইতিহাসে সর্বকালের সেরা জয় পায়। উল্লাসে ফেটে পড়ে ভারতবাসী। ফলে, মোদীর শপথ এখন সময়ের অপেক্ষামাত্র।

নতুন সরকারের শপথ অনুষ্ঠান বিজেপির পক্ষ থেকে ঘোষণা করা না হলেও, ভারতীয় গণমাধ্যমের ইঙ্গিত আগামী ২৯ মে শপথ নিতে পারেন মোদী ও তার মন্ত্রীসভা।

এদিকে মোদীর শপথ অনুষ্ঠানে থাকতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পূতিন, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁসহ বিশ্বনেতারা। টাইমস নাউ নিউজের বরাত দিয়ে এমন তথ্য দেওয়া হয়েছে।

১৭ তম লোকসভার এ নির্বাচন সাতদফায় অনুষ্ঠিত হয়। ১১ এপ্রিল প্রথম দফার ভোটগ্রহণের মধ্য দিয়ে শুরু ১৯ মে শেষ হয়। ২৩ মে ভোট গণনা শুরু হয়।

নির্বাচনের আগে ও পরে যেসকল জরিপ হয়েছিল, প্রত্যেকটি জরিপে বিজেপির ক্ষমতায় আসার বার্তা দিয়েছিল বুথ ফেরত সংস্থাগুলা। তার ফল ভারতবাসী দেখতে পায় বৃহস্পতিবার ফল গণনা শুরু হলে।

সময় যত গড়িয়েছে বিজেপি শিবিরে জয়ের আনন্দ ততোটাই ছড়িয়েছে।  শেষ হাসিটাও হেসেছে তাই মোদীর ভারতীয় জনতা পার্টি। দিন নির্বাচন কমিশনের দেওয়া ফল অনুযায়ী ৫৪২টি আসনের মধ্যে ৩৫১টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট।

আর কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট এগিয়ে রয়েছে  ৯১টি আসনে। এরইমধ্যে পরাজয় স্বীকার করে মোদীকে অভিনন্দন জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। একের পর এক বিশ্বনেতাও তাকে শুভেচ্ছা জানিয়ে যাচ্ছেন।

২০১৪ সালের মে মাসে প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার সার্কভুক্ত দেশগুলোর নেতাদের আমন্ত্রণ জানিয়েছিলেন মোদী।

তবে এবারে তিনি বিশ্ব নেতাদের শপথ অনুষ্ঠানের আমন্ত্রণ পাঠাবেন। টাইমস নাউ নিউজের খবরে বলা হয়েছে, এরইমধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্রনকে ওই শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ পাঠিয়েছে বিজেপি।

লোকসভার ৫৪৩ আসনের মধ্যে একক দল হিসেবে বিজেপি পেয়েছে ৩০৩ আসন। বিশাল এই জয়ের পর শুক্রবার প্রবীন বিজেপি নেতা এলকে আদভানির বাসভবনে গিয়ে দেখা করেছেন মোদী।

টাইমস নাউ নিউজের খবরে বলা হয়েছে, আগামী ২৮ মে বারানসিতে নিজের নির্বাচনী আসনের জনগণকে ধন্যবাদ জানাতে যাবেন মোদি। সেখান থেকে ফিরে ২৯ মে দিল্লির রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন মোদী।

আই/কেআই 

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি