মোবাইল অপারেটরের টাওয়ার থাকার কথা ২৪ হাজার, বাস্তবে ৩৩ হাজারের ওপরে
প্রকাশিত : ০৯:১৪, ২০ জুন ২০১৬ | আপডেট: ০৯:১৪, ২০ জুন ২০১৬
দেশের ৬ টি মোবাইল অপারেটরের টাওয়ার থাকার কথা ২৪ হাজার; কিন্তু বাস্তবে এই সংখ্যা দাড়িয়েছে ৩৩ হাজারের ওপরে। শুধু, তাই নয়, ৯ হাজার ৬ শ টাওয়ার আছে যে গুলো একই ক্ষমতা সম্পন্ন। এ বিশৃঙ্খল অবস্থার উত্তরণে, টাওয়ার তৈরী এবং মোবাইল সেবা পৃথক পৃথক কোম্পানী দিয়ে পরিচালনা করার কথা ভাবছে সরকার। এ লক্ষ্যে, টাওয়ার কোম্পানী পরিচালনার গাইড লাইন তৈরীর কাজ করছে,বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটিআরসি।
একই ভবনের ছাদে, এতগুলো মোবাইল টাওয়ার। শুধু, তাই নয়; আশে পাশে স্বল্প দূরত্বে প্রায় ভবনেই দেখা যাবে, এ রকমই টাওয়ার। এতে, বিদ্যুৎ, জ্বালানী, অবকাঠামোসহ সম্পদের অপচয় হচ্ছে প্রতিনিয়ত।
একই স্থানে কিংবা স্বল্প দূরত্বে; একই কার্যকারিতার এত টাওয়ার রাখার আদৌ কোন প্রয়োজন আছে কিনা; তা নিয়েই প্রশ্ন? যদিও, শুরু দিকে, অথ্যাৎ ১৯৯৬ সালের, দিকে টাওয়ারসহ অবকাঠামো বাড়ানোর ব্যাপারে অপারেটরদের উৎসাহিত করে, সরকার।
আর কিছু দিনের মধ্যেই, ‘থ্রি-জি’ থেকে ‘ফোর-জি’ মোবাইল সেবা’র যুগে প্রবেশ করতে যাচ্ছে অপারেটরা। নেটওয়ার্ক আরো শক্তিশালী করতে তখন, প্রয়োজন হবে আরো বেশি টাওয়ারের। অংশত এতে, বিশৃঙ্খলাই বাড়বে।
এখন, বিদ্যুৎ, জ্বালানী, অবকাঠামোসহ সম্পদের অপচয় কমানো এবং মানসম্পন্ন সেবা নিশ্চিত করতে টাওয়ারের অপব্যবহার যতটা সম্ভব কমাতে, নতুন করে ভাবতে হচ্ছে সংশ্লিষ্টদের।
তাই, শৃঙ্খলা ফিরিয়ে আনতে, একই জায়গায়, টাওয়ার একিভূত করতে পারলে তা সবার জন্যেই ভালো হবে বলেই মনে করছেন টেলিকম বিশেষজ্ঞরা।
বিটিআরসি, এ বিষয়ে নিচ্ছে বাস্তব ভিত্তিক উদ্যেগ।
আরও পড়ুন