ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

মোবাইল দুর্ঘটনা এড়াতে মেনে চলুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৫, ১৫ মার্চ ২০২১

আপনি কী একজন শুদ্ধ মানুষ হতে চান? তাহলে পথ চলার ক্ষেত্রে কিছু শুদ্ধাচার মেনে চলুন। আর তা যদি আপনি পারেন, তবে দেখবেন চমৎকার এক জগতে প্রবেশ করেছেন। শুদ্ধ হওয়া বিষয়টি এমন নয় যে এটা আপনা আপনি হয়ে যায়। শুদ্ধ হওয়ার জন্যে আপনাকে এটা চর্চা করতে হবে। এটা অনেকটা ভালো সঙ্গীত শিল্পী বা ক্রীড়াবিদ হয়ে উঠার মতোই। সাফল্যের জন্যে তাদেরকে যেমন চর্চা করতে হয়, শুদ্ধ মানুষ হওয়ার ব্যাাপরেও আপনাকে সেটা করতে হবে।

আজ আমরা জানবো মোবাইল দুর্ঘটনা এড়াতে করণীয় কিছু বিধিনিষেধ সম্পর্কে-
- ভেজা হাতে চার্জার ধরা, সুইচ অন-অফ করা থেকে বিরত থাকুন।
- চার্জার লাগানো অবস্থায় কথা বলা থেকে বিরত থাকুন। অফ/ ফ্লাইট মোডে চার্জ করাই ভালো।
- ঘুমানোর সময় সারারাতের জন্যে মোবাইল/ ট্যাব/ আইপ্যাড/ ল্যাপটপ অর্থাৎ কোনো ইলেক্ট্রনিক সামগ্রী চার্জে দেবেন না।
- হাত বা চুল ভেজা থাকলে, মেটাল ফ্রেমের চশমা পরা থাকলে কানের কাছে মোবাইল না এনে হেডফোন/ লাউডস্পিকার ব্যবহার করুন।
- রাস্তায় হাঁটতে হাঁটতে বা রাস্তা পার হওয়ার সময় মোবাইল ব্যবহার, কানে ইয়ারফোন, ব্লুটুথ ডিভাইস লাগিয়ে রাখা থেকে বিরত থাকুন।
- একটানা জিপিএস/ লোকেশন ম্যাপের দিকে তাকিয়ে যানবাহন চালাবেন না। প্রয়োজনে নিরাপদ স্থানে থেমে লোকেশন দেখে নিন।
- বিদ্যুৎ চমকানোর সময় ঘরের বাইরে থাকাকালে বা ঘরের ভেতরেও জানালা বা বারান্দার কাছে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলবেন না।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি