ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

মোবাইল ফোন ব্যবহারকারীর ৪৮ শতাংশের হাতেই স্মার্টফোন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৭, ২৫ মে ২০২২

বাংলাদেশের ৪৮ শতাংশ মোবাইল ফোন ব্যবহারকারী এখন স্মার্টফোন ব্যবহার করছেন। যা করোনা মহামারীর আগে ছিল ৩৮ শতাংশ।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে এই তথ্য জানা যায়।

করোনা আঘাত না হানলে স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা ৫০ শতাংশ পেরিয়ে যেত বলেও ধারণা করছেন সংশ্লিষ্টরা।

এ ব্যাপারে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, 'মোবাইলের বাজারে আমাদের দারুণ অগ্রগতি হয়েছে। দেশে যেসব প্রতিষ্ঠান মোবাইল উৎপাদন করছে তাদের বড় রকমের কর সুবিধা দেয়া হচ্ছে। আমি স্থানীয় বাজারের উৎপাদকদের ধন্যবাদ জানাতে চাই। তাদের জন্যই সস্তায় বাজারে স্মার্টফোন পাওয়া যাচ্ছে।'

দেশের বাইরে থেকে স্মার্টফোন আমদানি করতে হলে ৫৮ শতাংশ হারে কর দিতে হয়। কিন্তু দেশে মোবাইল উৎপাদনকারীদের কর দিতে হয় ১৫ শতাংশ।

এতে মোবাইলের দামে বড় রকমের ফারাক সৃষ্টি হয়। ভোক্তারা কম দামে ভালো ফিচারের মোবাইলের দিকে ঝুঁকছে। এক্ষেত্রে তারা দেশে উৎপাদিত ফোনগুলোকে রাখছে পছন্দের তালিকার শীর্ষে।

বর্তমানে বাংলাদেশে ১৪টি স্মার্টফোন কারখানা রয়েছে, যেখানে ১৬ হাজার মানুষ কাজ করছেন। এ ছাড়া শিগগিরই আরও ৪টি স্মার্টফোন কারখানা স্থাপনের কাজ চলছে।
 
গত অর্থবছরে দেশে ২ কোটি ৬০ লাখ মোবাইল উৎপাদন হয়েছে। এর মধ্যে ৪২ শতাংশই স্মার্টফোন।
 
এদিকে স্মার্টফোন ব্যবহারকারী বাড়ায় স্বভাবতই বেড়েছে ইন্টারনেটের গ্রাহক। ২০২০ সালের মার্চ থেকে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত নতুন ১ কোটি ৮০ লাখ মানুষ ইন্টারনেটে গ্রাহক হিসেবে যুক্ত হয়েছেন। দেশে বর্তমানে ১১ কোটি ৩৯ লাখ ইন্টারনেট ব্যবহারকারী রয়েছেন।
 
বিটিআরসির তথ্য মতে, সিম অপারেটরের হিসেবে সবচেয়ে বেশি স্মার্টফোন ব্যবহার করেন গ্রামীণফোনের গ্রাহকরা। বর্তমানে গ্রামীণফোন অপারেটরদের মধ্যে ৮৩ দশমিক ৮৭ মিলিয়ন অপারেটর স্মার্টফোন ব্যবহার করছেন।
 
এ ছাড়া রবিতে স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা ৫৪ দশমিক শূন্য ৭ বিলিয়ন ও বাংলালিংকে এর সংখ্যা ৩৮ দশমিক ৭০ মিলিয়ন। 

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি