ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

মোবাইল ব্যবহারকারীর সংখ্য ৩৮ ভাগ থেকে ৮৪ ভাগে উন্নীত জানিয়েছেন তারানা হালিম

প্রকাশিত : ২১:৩২, ১৭ মে ২০১৬ | আপডেট: ২১:৩২, ১৭ মে ২০১৬

দেশে মোবাইল ব্যবহারকারীর সংখ্য  ৩৮ ভাগ থেকে ৮৪ ভাগে উন্নীত হয়েছে বলে জানিয়েছেন, টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হলিম। সেই সাথে বেড়েছে তথ্য প্রযুক্তির ব্যবহারকারীর সংখ্যা। এর  ফলে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও আরো কর্মসংস্থান সৃষ্টিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলেই মনে করেন তিনি। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে, বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবসের র‌্যালি শোর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। দিবসটির এবারে প্রতিপাদ্য হলো, ‘সামাজিক উন্নয়নে প্রয়োজন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর বাণিজ্যিক উদ্যেগ’।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি