‘মোবাইল হ্যান্ডসেট রিসাইক্লিং’ কর্মসূচি চালু করেছে গ্রামীণফোন
প্রকাশিত : ১৪:৩৮, ৫ জুন ২০১৭ | আপডেট: ১৮:৩৬, ৫ জুন ২০১৭
সবুজ পরিবেশের জন্য ‘মোবাইল হ্যান্ডসেট রিসাইক্লিং’ কর্মসূচি চালু করেছে গ্রামীণফোন।
রোববার রাজধানীর ফার্মগেটে গ্রামীণফোন সেন্টারে এই কর্মসূচির উদ্বোধন করেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক রাইসুল আলম মন্ডল। আরও উপস্থিত ছিলেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী মাইকেল ফোলি ও চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেন। এই কর্মসূচির অংশ হিসেবে বছর জুড়ে দেশের সব গ্রামীণফোন সেন্টার ও গ্রামীণফোনের সার্কেল অফিসে মোবাইল ফোন সেট জমা নেয়া হবে।
আরও পড়ুন