ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

মোশারফ করিমের ‘হাইপ্রেসার’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১১, ৫ জুন ২০১৮ | আপডেট: ১৭:১৮, ৫ জুন ২০১৮

জনপ্রিয় অভিনেতা মোশারফ করিমের ‘হাইপ্রেসার’ ওঠেছে। তবে সেটা বাস্তবে নয়, নাটকে। মোশারফ করিম প্রতিনিয়ত নানা চরিত্রে নিজেকে ভেঙ্গে চলেছেন। শক্ত আসন গড়েছেন ভক্ত হৃদয়ে। যে চরিত্রে অভিনয় করছেন দর্শপ্রিয়তা পাচ্ছে তাই। এবারের ঈদে তেমনি একটি ব্যাতিক্রম চরিত্রে তিনি অভিনয় করেছেন। চরিত্রের নাম মজনু। বৈশাখী টেলিভিশনের সাত পর্বের ঈদ ধারাবাহিক ‘হাইপ্রেসার-২’ তে।

নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আদিবাসী মিজান। প্রচারিত হবে ঈদের দিন থেকে ঈদের সপ্তম দিন রাত ১০:৩০ মিনিটে।   

মজনু ও ফটিক টাউট প্রকৃতির লোক, তারা চিন্তা করে সৎ পথে টাকা উর্পাজন করবে তাই রাস্তায় শরবত বিক্রি করে। ঘটনাক্রমে এপ্রোন পরা দুই অ্যাডভোকেট শরবত কিনতে আসে। এপ্রোন দেখে মজনুর মাথায় দুষ্ট বুদ্ধি ঘুরপাক খায় সে চিন্তা করে এপ্রোন পড়ে সেও এডভোকেট সাজবে ধোঁকা দেবে মানুষকে।                           মজনু ফটিককে সাথে নিয়ে মামা বাড়ি বরিশাল চলে যায় এবং নিজেদেরকে অ্যাডভোকেট বলে প্রচার চালায়, চলতে থাকে সাধারণ মানুষের সঙ্গে তাদের নানা ধরনের প্রতারনা, এরকম গল্পেই নাটকটি নির্মাণ করা হয়েছে। নাটকের ফটিক চরিত্রে অভিনয় করেছেন মিরাক্কেলখ্যাত জামিল, আরো আছেন আখম হাসান, নাদিয়া সহ আরো অনেকে।

এসি     

  


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি