ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মোহসীন চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৬, ২৯ জুন ২০২১

Ekushey Television Ltd.

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত বছরের আজকের এই দিনে করোনায় আক্রান্ত হয়ে তিনি মারা যান। 

মোহসীন চৌধুরী বিসিএস ১৯৮৫ ব্যাচের কর্মকর্তা। তিনি মৎস্য ও প্রাণিসম্পদ, অর্থ, শিল্প, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে দায়িত্ব পালন করেছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগ দেওয়ার আগে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে ছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে গেছেন।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ তার স্মরণে ভার্চুয়াল আলোচনা সভা এবং আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে। পারিবারিকভাবেও তার গ্রামের বাড়িতে দোয়া অনুষ্ঠানসহ নানা কর্মসূচি নেওয়া হয়েছে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি