ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

মোহাম্মদ আলীর মৃত্যুতে গোটা বিশ্ব শোকে স্তব্ধ

প্রকাশিত : ১৪:৫২, ৫ জুন ২০১৬ | আপডেট: ১৪:৫২, ৫ জুন ২০১৬

শতাব্দীর শ্রেষ্ট ক্রীড়াবিদ মোহাম্মদ আলীর মৃত্যুতে শোকে স্তব্ধ গোটা বিশ্ব। শোকে বিহ্বল গোটা বিশ্ব। বক্সিং কিংবদন্তীর জন্য শোক জানাচ্ছেন বিশ্ব নেতারা। শুক্রবার জন্মস্থান কেন্টাকির লুইসভিলে তাঁর শেষকৃত্য অনুষ্ঠান। মোহাম্মদ আলীর মুখপাত্র জানিয়েছেন, শেষকৃত্যানুষ্ঠানটি বিশ্ববাসীর জন্য উন্মুক্ত থাকবে। মোহাম্মদ আলী, এক জীবনে যা করে গেছেন তা অবিশ্বাস্য, অসম্ভব- এই মন্তব্য করলেন তাঁর জন্মস্থান লুইসভিলের গভর্ণর গ্রেগ ফিশার। শোকে স্তব্ধ বিশ্ব ক্রীড়াঙ্গন। আলীর এক সময়ের প্রতিপক্ষ জর্জ ফোরমেনের ভাষায় আলী ছিলেন এ শতাব্দীর শ্রেষ্ট মানুষ। শুধু মাত্র মুষ্ঠিযুদ্ধের মঞ্চেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি। একাধারে মানবতাপ্রেমী, যোদ্ধা আর বলিষ্ঠ ব্যক্তিত্বে বলীয়ান ছিলেন মোহাম্মদ আলী। কিংবদন্তি মার্টিন লুথার কিংয়ের কন্যা বের্নিস কিং তাকে সবক্ষেত্রে চ্যাম্পিয়ন হিসেবেই আখ্যায়িত করেছেন। শোকবার্তায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আলীকে মানবিকতার আদর্শ হিসেবে উল্লেখ করেছেন। বলেছেন, যুক্তরাষ্ট্রের জন্য তাঁর অবদান ছিল অপরিসীম। আলীর জন্য শোক জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন, বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। আর রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের মতে মহান এই মানুষটির অভাব কখোনোই পূরণ হবার নয়। তাঁর মুখপাত্র বব গানেল জানালেন, শেষকৃত্য অনুষ্ঠান উন্মুক্ত থাকবে বিশ্বের সব মানুষের জন্য। কারণ মোহাম্মদ আলী কোনো জাতি, ধর্ম কিংবা গোত্রের নয়, তিনি মানবতার প্রতীক।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি