ঢাকা, শুক্রবার   ২১ ফেব্রুয়ারি ২০২৫

মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযান নিয়ে যা জানালো আইএসপিআর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৫, ২০ ফেব্রুয়ারি ২০২৫

রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় যৌথবাহিনীর ওপর অতর্কিত গুলি চালায় সন্ত্রাসীরা। এ সময় যৌথবাহিনী পাল্টা গুলি চালালে দুইজন নিহত হয়। ঘটনাস্থল থেকে পাঁচজন সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, রাজধানীতে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে এমন তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ১২টায় যৌথবাহিনীর একটি টিম ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় সন্ত্রাসীরা যৌথবাহিনীর ওপর অতর্কিত গুলি চালায়। যৌথবাহিনী পাল্টা গুলি চালালে দুইজন নিহত হয়। পরে ঘটনাস্থল থেকে পাঁচজন সন্ত্রাসীকে আটক করা হয়।

আটককৃতদের কাছ থেকে একটি পিস্তল, চার রাউন্ড গুলি এবং একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আইএসপিআর আরও জানায়, জনগণের জানমালের নিরাপত্তা রক্ষার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি