ঢাকা, শুক্রবার   ২১ ফেব্রুয়ারি ২০২৫

মোহাম্মদপুরে যৌথবাহিনীর অভিযানে গোলাগুলি, নিহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৪, ২০ ফেব্রুয়ারি ২০২৫ | আপডেট: ০৯:১৯, ২০ ফেব্রুয়ারি ২০২৫

রাজধানীর মোহাম্মদপুরের বসিলার চাঁদ উদ্যানে যৌথবাহিনীর অভিযানে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুই অস্ত্রধারী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ৪৬ পদাতিক ব্রিগেডের ২৩ ইস্ট বেঙ্গল পদাতিক ব্যাটেলিয়ানের এক কর্মকর্তা।

নিহত দুজনের পরিচয় এখনও জানা যায়নি। 

মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার জানান, দুজন নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চাঁদ উদ্যানে যৌথবাহিনীর সাথে ঘটনাটি ঘটেছে।

আইন-শৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, যৌথবাহিনীর নিয়মিত টহলের সময়ে কিছু অস্ত্রধারী সন্ত্রাসী যৌথবাহিনীর সদস্যদের ওপর অতর্কিত গুলি চালায়। এসময় যৌথবাহিনীর সদস্যরা পালটা গুলি চালায়।

এভাবে দুই থেকে তিন মিনিট গুলি বিনিময় হয়। পরে ওই এলাকায় দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় মৃত পাওয়া যায়।

এ সময় ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয় এবং তাদের কাছে একটি রিভলভার ও গুলি পাওয়া যায়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি