ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মোহাম্মদপুরে সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১১, ১৪ আগস্ট ২০১৭ | আপডেট: ১৬:০৭, ১৪ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

রাজধানীর মোহাম্মদপুরে একটি মাদরাসায় ছাত্রদের দুগ্রুপের মধ্যে সংঘর্ষে মোফাজ্জল হোসেন নামের এক ছাত্র নিহত হয়েছে রোববার রাত ১২টার দিকে এই সংঘর্ষ হয়।

নিহত মোফাজ্জল (১৬) চাঁদপুর জেলার মতলব (উত্তর) উপজেলার পূর্ব পুটিয়াপার গ্রামের আবুল কাশেমের ছেলে। 

গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার ভোর ৬টার দিকে তাঁর মৃত্যু হয়।

নিহত মোফাজ্জল মোহাস্মদপুর জয়েন্ট কোয়ার্টার এলাকার কাদেরিয়া তৈয়বিয়া আলিয়া কামিল মাদরাসার দশম শ্রেণির ছাত্র ছিল।

মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল আলিম রেজভী জানান, গত শনিবার নবম শ্রেণি ও দশম শ্রেণির ছাত্রদের মধ্য নামাজ পড়তে ডাক দেওয়া নিয়ে ঝগড়া হয়। এর রেশ ধরেই রোববার রাতে তাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে কয়েকজন আহত হন। এদের মধ্যে মোফাজ্জল আহত অবস্থায় মাদরাসার বাথরুমে পড়ে ছিল। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায়  ভোরে তাঁর মৃত্যু হয়।

মোহাম্মদপুর থানার ওসি জামাল উদ্দিন মীর জানান, নামাজ পড়া নিয়ে ছাত্রদের মধ্যে সংঘর্ষে মোফাজ্জল আহত হয়। পরে ঢামেকে তার মৃত্যু হয়।

আর//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি