ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

মৌ এবার সিনেমার নায়িকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০০, ২ নভেম্বর ২০১৭

জয়িতার মন অনেক কারণে বিক্ষিপ্ত থাকছে আজকাল। বেশ কটা সিনেমা ফ্লপ হবার পর ইন্ডাস্ট্রির সবাই তাকে বাতিলের দলে ফেলে দিয়েছে। নতুন কোনো ফিল্মের অফার তো পাচ্ছেন-ই না বরং আগের চুক্তি হওয়া তিনটা সিনেমা থেকেও বাদ পড়েছেন। পরিবার সমাজ ক্রমশই যেন মুখ ফিরিয়ে নিতে থাকে তার দিক থেকে।

সেই সময় হঠাৎ জয়িতার সঙ্গে পরিচয় হয় একজন নবাগত পরিচালকের। তার নাম অর্ক। অদ্ভূত এক ছেলে অর্ক। বয়সে তরুণ কিন্তু অভিজ্ঞতার কোনো কমতি নেই তার। জয়িতার জীবনের অন্ধকার ধীরে ধীরে কাটতে থাকে। কিন্তু অর্কের স্বপ্নের চলচ্চিত্র তৈরি হওয়ার ও কোনো সম্ভাবনা দেখা মেলে না। কারণ কোনো প্রযোজকই টাকা লগ্নি করতে চায় না। এক সময় জয়িতাই সিন্ধান্ত নেয় টাকা লগ্নি করার। কিন্তু সেই কাজে বাধা হয়ে দাঁড়ায় সিহাব, জয়িতার স্বামী। শুরু হয় নতুন এক যুদ্ধ। এগিয়ে চলে নাটক।

আর এমন একটি গল্প নিয়ে দীর্ঘদিন পর একসঙ্গে কাজ করতে যাচ্ছেন অভিনয়ের দুই প্রিয়মুখ তৌকীর আহমেদ ও সাদিয়া ইসলাম মৌ। তারা সম্প্রতি জুটি হয়েছেন ‘তীরন্দাজ’ নামের একটি ধারাবাহিকে। এর কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন অঞ্জন আইচ।

নাটকটিতে চমক জাগানিয়া চরিত্রে হাজির হয়েছেন মৌ। এখানে তাকে সিনেমার নায়িকা জয়িতা চরিত্রে দেখা যাবে।

নাটকটি নিয়ে মৌ বলেন, অনেক আগে এ নাটকের কাজ করেছিলাম। মনেই পড়ছে না গল্পটা। তবে বেশ ভালো একটি চরিত্র ছিল। তৌকীর আহমেদসহ ভিন্ন প্রজন্মের জনপ্রিয় অনেক তারকারা মিলে কাজ করেছিলাম। নাটকটি অবশেষে প্রচারে আসছে শুনে ভালো লাগছে। দর্শককে দেখার আমন্ত্রণ রইলো।

এ নাটকে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, শবনম ফারিয়া, ইরফান সাজ্জাদ, মিশু সাব্বির, ফারুক আহমেদ, সাবেরী আলম, অর্পণা, অহনা, আরফান, বাঁধন, আ খ ম হাসান, জ্যোতিকা জ্যোতি, নিশা, মাজনুন মিজান, টুটুল চৌধুরী, রিমি করিম, পিয়া আমান প্রমুখ।

/ এসএ / এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি